আজও বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আজও বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আজও বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: আজ, শনিবারও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে  দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির মাত্রা ও ব্যাপ্তি অনেকটা কমে যাবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জন্য কোনও ঝড়বৃষ্টির সতর্কবার্তা নেই। সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়তে শুরু করবে। এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। সাধারণত এপ্রিল ও মে মাস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল সময়। এইসময় বঙ্গেপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে কোনও নিম্নচাপ তৈরি হলে শক্তি বাড়িয়ে সেটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। আবহাওয়াবিদরা বলছেন, এপ্রিলে কোনও ঘূর্ণিঝড় তৈরি হবে না। 


ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কয়েকদিন ধরে গোটা রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বায়ুমণ্ডলে। তার সঙ্গে অনুকূল পরিস্থিতির জন্য জেলায় জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এই পরিস্থিতি শুক্রবারও বিভিন্ন জেলায় ছিল। তবে ঝড়বৃষ্টির মাত্রা বৃহস্পতিবারের তুলনায় ছিল কিছুটা কমই। বৃহস্পতিবার কলকাতা ও দীঘায় কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছে। বলছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট। দীঘায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড হয়েছে ঘণ্টায় ৫৫ কিমি। বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত, ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত (৫৬.৬ মিমি) রেকর্ড হয়েছে বারাকপুরে। সল্টলেকে ৫২.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে এইসময়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...