দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন বাড়িতে বাসন্তী রঙের ধ্বজা ওড়ান, পরামর্শ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন বাড়িতে বাসন্তী রঙের ধ্বজা ওড়ান, পরামর্শ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের  দিন বাড়িতে বাসন্তী রঙের ধ্বজা ওড়ান, পরামর্শ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের

কলকাতা: শুভ অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে রাজ্যজুড়ে মানুষের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, সনাতনী ধর্মাবলম্বীরা ওইদিন বাড়িতে বাসন্তী রঙের ধ্বজা ওড়ান। ধূপ ও দীপ জ্বালিয়ে শঙ্খ-উলুধ্বনির মধ্য দিয়ে জগন্নাথদেবের পুজো পালন করুন।


মন্দির উদ্বোধনের প্রেক্ষাপটকে ব্যাপক মাত্রায় তুলে ধরে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়াতে নব নির্মিত জগন্নাথধামের ছবি, ভিডিও তুলে ধরে প্রচারে ঝড় তোলা হয়েছে। তৃণমূলের সাংসদ, বিধায়করা সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে প্রোফাইল ছবি বদলে নতুন জগন্নাথ মন্দিরের ছবি দিয়েছেন। সেইসঙ্গে চলছে ধর্মীয় গুরুত্ব তুলে ধরা। ৩০ এপ্রিল উদ্বোধনের মহেন্দ্রক্ষণকে ব্লকে ব্লকে প্রচার করবে তৃণমূল। একইসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকেও রাজ্য তথা দেশবাসীর কাছে আবেদন করা হয়েছে, মন্দির উদ্বোধন ও জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠার সময়কে সকলে চাক্ষুষ করুন বৈদ্যুতিন ব্যবস্থার সৌজন্যে। সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ওইদিন রাজ্যজুড়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর্ব ও পূজার্চনা তুলে ধরা হবে। ভোগ বিতরণও করা হবে। 


এদিকে, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রাক্কালে বিজেপি যে ধরনের বক্তব্য রাখছে বা প্রচার করছে, তার কড়া নিন্দা করল তৃণমূল। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। বাংলার বিরুদ্ধে চলছে বিজেপির অপপ্রচার। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, শহিদ জওয়ান ঝন্টু আলি শেখকে শেষ শ্রদ্ধা জানায়নি বিজেপি। এটা ওদের কী ধরনের আচরণ? সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি মেকি হিন্দু। হিন্দুদের নিয়ে ওরা পলিটিক্যাল মার্কেটিং করছে। ভেজাল হিন্দুদের থেকে সকলে সাবধান থাকুন। বিজেপি যে কুৎসিত প্রচার চালাচ্ছে, তা নিয়ে সতর্ক থাকুন। 


এদিকে ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত হাওড়া-দীঘা-হাওড়া এবং পাঁশকুড়া-দীঘা-পাঁশকুড়া শাখায় ইএমইউ স্পেশাল বাতিলের একটি বিবৃতি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে, যা নিয়ে দক্ষিণ পূর্ব রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা। যদিও ওই বিবৃতিতে রেল কর্তৃপক্ষ দাবি করেছে, ওই সময়ে রক্ষণাবেক্ষণের কাজ হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...