
কলকাতা: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি আপাতত কিছুদিন থাকবে। মে মাসের প্রথম সপ্তাহেও দক্ষিণবঙ্গে গরম খুব বৃদ্ধির সম্ভাবনা কম। জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবার জারি করা বিশেষ পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার (১ মে) পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত ঝড়বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর টানা পাঁচদিনের পূর্বাভাস সরকারিভাবে জানায়। বৃহস্পতিবারের পরেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি বলে রবিবার জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। এই পরিস্থিতিতে মে মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে খুব চড়া গরম পড়বে না। এমনটাই আশা করছেন না তাঁরা। তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই। তবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি থাকায় চড়া রোদ উঠলে কম তাপমাত্রাতেও ভ্যাপসা গরম অনুভূত হবে। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (৩৪.২ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম ছিল।
বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি ও বঙ্গোপসাগর থেকে বেশি
মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে তৈরি হয়েছে বজ্রমেঘ সৃষ্টির অনুকূল
পরিস্থিতি। শনিবার দক্ষিণবঙ্গে কলকাতাসহ অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টি হয়েছে।
শনিবার রাতে আলিপুরে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিমি।
সেটি দমদমে ৪৬ কিমি ছিল। এই দুটি জায়গা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়
এবং মালদহে শনিবার কালবৈশাখী ঝড় হয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিম
মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রমেঘ সৃষ্টি হওয়ার কথা
জানিয়েছে আবহাওয়া দপ্তর। অনুকূল পরিস্থিতি থাকলে অল্প সময়ের মধ্যে যেকোনও
জায়গায় বজ্রমেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকে। এই সংক্রান্ত নির্দিষ্ট
পূর্বাভাস কয়েক ঘণ্টা আগে জারি করে আবহাওয়া দপ্তর। এই ব্যাপারে রাজ্য
বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরকেও সতর্ক করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন