
কলকাতা: আগামী
মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের
মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। এর
আগে মোট ১৫ বার সুপ্রিম কোর্টে শুনানির জন্য মামলাটি দু’জন বিচারপতির
বেঞ্চে উঠেছে। সুপ্রিম কোর্ট থেকে যে ‘কজ লিস্ট’ প্রকাশ করা হয়েছে, তাতে
ওই দিন ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল ও
বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য ধার্য হয়েছে। সুপ্রিম কোর্টে
দুই বিচারপতির বেঞ্চে ডিএ মামলার শেষবার শুনানি হয়েছিল গত ২৫ মার্চ। ওই
দুই বিচারপতির মধ্যে একজন ছিলেন সঞ্জয় কারোল। ওই দিন বিস্তারিত শুনানি না
হলেও বিচারপতি কারোল পরবর্তী শুনানির জন্য ২২ এপ্রিল নির্দিষ্ট করেন।
মামলাটি যাতে ওই দিন তালিকার উপরের দিকে থাকে, সেরকম নির্দেশও দেওয়া হয়েছিল
বলে আদালতে উপস্থিত মামলাকারী সরকারি কর্মী সংগঠনের প্রতিনিধিরা
জানিয়েছেন।
তবে মঙ্গলবারের ‘কজ লিস্টে’ ৫ নম্বর বেঞ্চে ডিএ মামলাটি
ক্রম তালিকায় একেবারে শেষে ৫১ নম্বরে রয়েছে। কিন্তু কজ লিস্টে ৫০ এবং ৫১
নম্বর মামলা দু’টির ক্ষেত্রে ‘ টেকন আপ হাই অন দ্য বোর্ড’ বলে উল্লেখ করা
হয়েছে। ডিএ মামলার অন্যতম আবেদনকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট
এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার বিস্তারিত
শুনানি হবে বলে তাঁরা আশা করছেন। এর আগে ১৫ বার কখনওই বিস্তারিত শুনানি
হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন