
জেড্ডা: দু’দিনের সৌদি আরব সফরে
মঙ্গলবার জেড্ডায় পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদির
যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণেই এই সফর। এদিন বিমানে ওঠার আগে মোদি
বলেন, ‘আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে আমরা
প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি আরব ভারতের বিশ্বস্ত বন্ধু। গত কয়েক বছরে এই
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতি পেয়েছে।’
চলতি সফরে যুবরাজের সঙ্গে
স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিলের দ্বিতীয় বৈঠকের পৌরহিত্য করবেন মোদি।
দ্বিপাক্ষিক বৈঠকে প্রাধান্য পেতে পারে হজ, প্রতিরক্ষা, জ্বালানি সহ
একাধিক ইস্যু। একইসঙ্গে ভারত ও সৌদি আরবের মধ্যে কমপক্ষে ছ’টি মউ স্বাক্ষর
হতে পারে। আজ বুধবার একটি কারখানায় ভারতীয় শ্রমিকদের সঙ্গে দেখা করবেন
প্রধানমন্ত্রী।
মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মান জানাল
সৌদি প্রশাসন। সেদেশের আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশ করার পরেই
অভিনব উপায়ে অভ্যর্থনা জানায় সৌদি আরব। প্রধানমন্ত্রীর বিমানকে সঙ্গ দেয়
সৌদি বায়ুসেনার বেশ কয়েকটি এফ-১৫ যুদ্ধবিমান। ইতিমধ্যে সেই ভিডিও প্রকাশ
করেছে ভারতের বিদেশ মন্ত্রক। আন্তর্জাতিক মহলের মতে, সৌদির এই পদক্ষেপ
প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের অংশদারিত্বের অন্যতম উদাহরণ। জেড্ডায়
অবতরণের পর সেই বার্তাই দিলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জেড্ডায়
পৌঁছলাম। এই সফর ভারত ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত
করবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন