ব্রিগেড ভরাতে সিপিএমের ভরসা খেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ব্রিগেড ভরাতে সিপিএমের ভরসা খেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু

ব্রিগেড ভরাতে সিপিএমের ভরসা খেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু

কলকাতা: এককালে ‘লাঙল যার, জমি তার’ বলা সিপিএম এখন ‘শহুরে’ হয়ে গিয়েছে বলে অনুযোগ শোনা যায় গ্রামের কর্মী-সমর্থক মহল থেকে। পার্টির একাংশ মনে করছে, এনিয়ে নেতৃত্বকে বারবার বলার পর অবশেষে ‘কথা শুনেছে’ আলিমুদ্দিন। তাই শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তি সংগঠনের ডাকে এবার ব্রিগেড সমাবেশ হতে চলেছে। সেখানে বক্তা তলিকায়ও এবার তুলে আনা হচ্ছে নতুন মুখ। তিনি খেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু। এই সভা থেকেই লালপার্টি ২০২৬ সালে বিধানসভা ভোটের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করে দিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 
কে এই বন্যা টুডু? হুগলির গুড়াপ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বন্যা লেনিন সরণিতে কৃষকসভার কার্যালয়ে বসে বলছিলেন, ‘২০১১ সালে আমার চুলের মুঠি ধরে তৃণমূলের লোকেরা নামিয়ে দিয়েছিল। কিন্তু আমি দমে যাওয়ার লোক নই।’ সম্প্রতি তিনি দাদপুরে লাল ঝাণ্ডা কাঁধে নিয়ে আদিবাসীদের জমি বেহাত হওয়া আটকেছেন। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ২০২৩ সালে বন্যাদেবী প্রথম কলকাতায় বক্তব্য রাখেন। তাঁর কথায়, ‘আমাদের নেতা তুষার ঘোষ বলেছিলেন, তৈরি হও। ব্রিগেডে তুমি বলবে।’ বন্যাকে নিয়ে পার্টি যাদবপুর-টালিগঞ্জের মতো শহরাঞ্চলেও সভা করেছে। এবার কি ব্রিগেড ভরবে? নেতৃত্বের বক্তব্য, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির জন্য শ্রমিকদের প্রাণ ওষ্ঠাগত। ৮ থেকে ১০ লক্ষ মানুষের জমায়েত হবে রবিবারের ব্রিগেডে। উত্তরবঙ্গের সাত জেলা থেকে লক্ষাধিক মানুষ আসবেন বলে দাবি তাদের। সূত্রের খবর, বস্তি উন্নয়ন সমিতি প্রায় ৫০ হাজার মানুষকে মাঠে আনবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...