শুরুতে দেখে ধাঁধা খেতে পারেন আপনি। শরীরে চিমটি কেটেও দেখতে পারেন ঠিক দেখছেন কি না। চার চাকার আস্ত গাড়ি চলছে জলে। তাও আবার মিশরের নীল নদে। প্রায় অসম্ভবকেই সম্ভব করে জলে চলতে পারে এমন জেট কার আবিষ্কার করেছেন মিশরের এক উদ্ভাবক। এই উদ্ভাবকের নাম করিম আমিন। তার তৈরি গাড়িটি যখন জলে চলে তখন কোনোভাবেই মনে হবে না এটি জলের ওপর চলছে। পিচ ঢালা রাস্তার ওপর যেভাবে একটি স্বাভাবিক চার চাকার গাড়ি চলে ঠিক সেভাবেই দ্রুত গতিতে চলতে পটু এই গাড়িটি। মাত্র ৫০ হাজার ডলার নিয়ে পাঁচ বছর আগে শুরু করেছিলেন এই জেট কার নির্মাণ। কখনও ভাবেননি তার তৈরি গাড়ি চলবে জলে। অসম্ভবকেই সম্ভব করেছেন তিনি। তার জেট কার গুলোর স্পিড এতটাই যে, স্পিড বোটের চেয়েও বেশি গতিতে জলে চলতে সক্ষম এগুলো। আর নিরাপত্তা ব্যবস্থাও ভালো হওয়ায় পুরো বিশ্ব জুড়ে এখন জনপ্রিয় হয়ে উঠেছে করিম আমিনের তৈরি জেট কার। বর্তমানে বিশ্বের ৭০ টিরও বেশি দেশে চলছে মিশরের এই উদ্ভাবকের তৈরি জেট কার। করিম আমিন নিজেও উৎসুক তার তৈরি গাড়ি নীল নদের বুক চিরে চলতে দেখে, এটিকে তিনি মিশরের গর্ব বলেও অভিহিত করেছেন। তিনি বলেন, ‘মিশরের নীল নদে যখন আমার তৈরি গাড়ি চলে তখন অবাক হাসি আসে মুখে, এটা মিশরের নিজস্ব গর্ব।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন