ওয়াশিংটন: প্রকাশ্যে এলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ট্রাম্পের বর্তমান স্ত্রী ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও বড় মেয়ে ইভাঙ্কার মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো নেই- সেই খবরে এখন সরগরম নেট দুনিয়া।
হোয়াইট হাউসের অভ্যন্তরীণ এক সূত্রের উদ্ধৃতি দিয়ে অনলাইন ডেইলি মেইল জানায়, ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকাকালীন তেমন সখ্য ছিল না মেলানিয়া ও ইভাঙ্কার মধ্যে। ট্রাম্পের প্রথম মেয়াদে তিক্ত এক সম্পর্ক বিরাজ করছিল মেলানিয়া ও ইভাঙ্কার মধ্যে। মেলানিয়া তাকে কৌতুক করে একটি ডাকনামও দেন। ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেলানিয়া। এরপর থেকেই ইভাঙ্কার সঙ্গে তার দ্বন্দ্ব। বিয়ের সময় ট্রাম্পের বয়স ছিল ৫৮ বছর ও মেলানিয়ার ৩৪ বছর। এই সময় ট্রাম্পের বড় মেয়ের (ইভাঙ্কা) বয়স ছিল ২৩ বছর। তখন থেকেই ট্রাম্পের জীবনের দুই নেতৃত্বস্থানীয় নারীর মধ্যে এক প্রকার দ্বন্দ্বের আভাস পাওয়া যায়।
তবে ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হলে পরিস্থিতি পরিবর্তন হয়। এরপর ট্রাম্প পরিবার নিউ ইয়র্ক সিটির অ্যাপার্টমেন্ট থেকে হোয়াইট হাউসের ওয়ার্কিং কোয়ার্টারে চলে যান। এতে মেলানিয়া ও ইভাঙ্কার দ্বন্দ্ব আরও সামনে আসতে থাকে। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্র জানায়- কীভাবে এই দুই মহিলা অফিসের জায়গা, বিশেষ ভ্রমণ ও নির্দিষ্ট কিছু নীতির ইস্যু নিয়ে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়াশিংটনে যাননি মেলানিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন