ওয়াশিংটন: সামাজিক নিরাপত্তা প্রশাসনের (এসএসএ) সাত হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে আমেরিকা। কেন্দ্রীয় সরকারের কর্মী বাহিনীর আকার ছোট করার অংশ হিসেবে তাঁদের চাকরিচ্যুত করা হচ্ছে। সংস্থাটি আমেরিকার প্রায় ৭ কোটি ৩০ লাখ প্রবীণ ও প্রতিবন্ধী মানুষকে প্রতি মাসে নানা ধরনের সুযোগ-সুবিধা সরবরাহ করে।
এক বিবৃতিতে এসএসএ জানায়, ‘আমরা কর্মীর সংখ্যা ১২ শতাংশের বেশি কমাতে যাচ্ছি। বাড়তি কর্মী ও সংগঠনের কাঠামো সংকুচিত করার পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হচ্ছে। সংস্থার কার্যকারিতা এবং কর্মী সংস্থার সেবার বরাদ্দের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।’ এসএসএর বিবৃতিতে আরও বলা হয়, ‘সামাজিক নিরাপত্তা খাতে বর্তমানে প্রায় ৬২ হাজার কর্মী রয়েছে। আমরা আটকে কমিয়ে ৫৩ হাজারে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছি। পাশাপাশি সংস্থার ফিল্ড অফিস ১২৫০ থেকে কমিয়ে
চারে নামিয়ে আনা হবে।’
এসএসএ আমেরিকার অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তিদের সুযোগ-সুবিধা ও তাঁদের পেন্সনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দেশটির সেসব অল্পসংখ্যক সরকারি বিভাগের একটি, যেটিকে রাজনীতিবিদরা সাধারণত হস্তক্ষেপ করেন না। পুনরায় নির্বাচিত হলে সামাজিক নিরাপত্তা সুরক্ষিত রাখবেন বলে ২০১৬ সালের নির্বাচনী প্রচারে বরাবর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছে ট্রাম্প প্রশাসন। কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর জন্য সরকারি দক্ষতা বিভাগ (ডিভিজিই) চালু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রধান করা হয়েছে ধনকুবের ইলন মাস্ককে। এসএসএর কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউস বা ডিভিজিই সংস্থা তাৎক্ষণিক মন্তব্য করেনি। ২০২৪ আমেরিকার কেন্দ্রীয় সরকারের কর্মীর সংখ্যা প্রায় ২০ লাখ। ডিভিজিই এর মধ্যেই এক লাখের বেশি কর্মী ছাঁটাই করেছে।
উপরের লেখা বিবেচনা করে একটি ছবি তৈরি করা হলো:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন