বীজপুরে এসএফআইয়ের তৈরি সহায়তা কেন্দ্র নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযোগ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

বীজপুরে এসএফআইয়ের তৈরি সহায়তা কেন্দ্র নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযোগ

 


ব্যারাকপুর: সোমবার থেকে শুরু হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী এবং অভিভাবকদের কথা ভেবে রবিবার বীজপুর থানার কাঁটরা পাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বনগাঁ রোড এর ধারে বাবু ব্লুক এলাকায় এসএফআইয়ের তরফে একটি সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা ওই সহায়তা কেন্দ্রটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এমনকী ওই সহায়তা কেন্দ্রের এখন চিহ্নটুকু পর্যন্ত নেই। ঘটনার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোমবার বেলায় এসএফআই কর্মীরা বীজপুর থানায় স্মারকলিপি জমা দেয়। এই ঘটনা নিয়ে এসএফআইয়ের কাঁটরা পাড়া আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক অনিকেত ভৌমিক বলেন, কাঁটরা পাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এবং হান্নেট হাই স্কুলের মধ্যবর্তী স্থানে কাজী নজরুল ইনস্টিটিউটের বিপরীতে প্রশাসনকে জানিয়ে তারা একটি সহায়তা কেন্দ্র গড়ে তুলেছিল। কিন্তু সেটি উধাও হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, রাতের অন্ধকারে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা ওই সহায়তা কেন্দ্রটিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি করে কাঁটরা পাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বুম্বা সিং অধিকারী বলেন, তারা ১৫ বছর ধরে ওখানে সহায়তা কেন্দ্র করছেন। কিন্তু ওখানে এসএফআই ক্যাম্প করেছিল কিনা, সেটা তার জানা নেই। এমনকী কারা ভেঙেছে, সেটাও তিনি জানেন না। তাঁর দাবি, গত লোকসভা নির্বাচনে সিপিএম ওই ওয়ার্ড থেকে মাত্র ৭০ টি ভোট পেয়েছিল। তাই ওই দলকে নিয়ে তাদের মাথা ঘামানোর সময় নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...