যাদবপুর: যাদবপুরের ঘটনায় এবার হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। পুরো ঘটনা শুনে মামলা রুজুর অনুমতি দেন বিচারপতি। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে। আদালত সূত্রে খবর, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাদবপুরের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করে ছাত্ররা। প্রধান বিচারপতি ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়। মামলাকারীদের অভিযোগ, গত শনিবার বিকেলে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই।
অভিযোগ ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনের জেরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। অভিযোগ উস্কে করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির বনেটে চড়া হয় জুতো। উত্তেজনা চলাকালীন মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে দুই বাম ছাত্র জখম হন। এঁদের একজনের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যায়। তাঁর নাম ইন্দ্রনীল রায়। তিনি অতি বাম সংগঠন আরএসএফের সদস্য। আর দ্বিতীয় ছাত্রের পায়ের উপর দিয়ে তৃণমূল সমর্থিত অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের গাড়ির চাকা চলে যায়। জখম হন অভিনব বসু। তিনি এসএফআইয়ের সক্রিয় সদস্য। এদিকে এই ঘটনায় পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি। আক্রান্ত হয় এসএফআই, অথচ পুলিশ ছাত্রদের মেসে তল্লাশি চালায়। এদিনের আবেদনে এও জানানো হয়, যাদবপুরের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিচারাধীন মামলার সঙ্গে এই মামলাটিও শোনা হোক।
আদালত সূত্রে খবর, আইনজীবী শুভম দাস প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তার দাবিতে মামলা দায়েরের আবেদন করেন। আবেদন মূলত, যাদবপুরের ছাত্রদের নিরাপত্তা ব্যবস্থা করা, মেডিক্যাল কলেজগুলির মতো যাদবপুরেও পুলিশ আউট পোস্ট করার দাবি জানানো হয়। সঙ্গে এও জানানো হয়, ভাইস চ্যান্সেলর এর পাশাপাশি এও আর্জি জানানো হয়, সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের প্রাক্তন কোনও বিচারপতিকে দিয়ে যাদবপুরের একটি কমিটি গঠন করা হোক। সঙ্গে দাবি তোলা হয়, সিআইএসএফ বা আধা সেনা পুলিশ দিয়ে নিরাপত্তার বন্দোবস্ত। এই আর্জি জানানোর পর মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি ডিভিশন বেঞ্চ। তবে এই প্রসঙ্গে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান, ‘আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নই’। এদিনের এই আবেদনে জানানো হয়, যাদবপুরের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিচারাধীন মামলার সঙ্গে এই মামলাটি আগামী বৃহস্পতিবার শোনা হোক। আবেদন মঞ্জুর করেন প্রধান বিচারপতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন