ব্যারাকপুর: অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় খড়দহ পুরসভার উপ-পুরপ্রধান সায়ন মজুমদারকে ধাক্কা দেওয়ার পাশাপাশি গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি দিল স্থানীয় দুষ্কৃতীরা। এমনকী উপ-পুরপ্রধানকে ধাক্কাধাক্কি করার সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খড়দার কল্যাণনগরে দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বসেছিলেন পুরসভার উপ-পুরপ্রধান সায়ন মজুমদার। অভিযোগ, ওইদিন রাতে স্থানীয় চারজন দুষ্কৃতী আচমকা হানা দেয় তৃণমূলের কার্যালয়ে। সেখানে উপ-পুরপ্রধান সায়ন মজুমদারকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তাঁকে গুলি করে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা। ঘটনায় অভিযুক্ত হেমন্ত মণ্ডল-সহ চারজনের বিরুদ্ধে তিনি খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ইতিমধ্যেই পাকড়াও করেছে। সূত্র বলছে, ঘটনায় জড়িত দু’জনকে বাকি দু’জন এখনও অধরা। এই ঘটনা নিয়ে খড়দা পুরসভার উপ-পুরপ্রধান সায়ন মজুমদার বলেন, বিষয়টি আতঙ্কের নয়। বিষয়টি সম্মানের। তাঁর আক্ষেপ, বামজমানায় তিনি বিরোধী রাজনীতি করেছেন। সেইসময় এই ধরনের ঘটনা ঘটেনি। তবে সিপিএমের সঙ্গে তাঁদের রাজনৈতিক লড়াই ছিল। কিন্তু এই ধরনের নক্কারজনক ঘটনা প্রথম ঘটল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন