নয়াদিল্লি: ভোটার আইডি কার্ড বা সচিত্র পরিচয়পত্র নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে তাদের ‘ভুলের দায়’ স্বীকার করতে হবে বলে দাবি করেছে তৃণমূল। সোমবার দলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে জানান, কমিশন ‘ভুলের দায়’ স্বীকার না করলে মঙ্গলবার তাঁরা এই বিষয়ে আরও নথি প্রকাশ করবেন। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে কমিশন মেনে নিয়েছে যে, একই এপিক নম্বরে ভোটার আইডি কার্ড বা সচিত্র পরিচয়পত্র একাধিক রাজ্যে রয়েছে। তার মানেই সেই সচিত্র পরিচয়পত্র ‘ভুয়ো’ নয়। সেই নিয়েই সোমবার ক্ষোভ প্রকাশ করল তৃণমূল।
ডেরেক, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, লোকসভার সাংসদ কীর্তি আজাদ সোমবার বেশ কিছু সচিত্র পরিচয়পত্রের একটি তালিকা তুলে ধরেন। সেই তালিকায় দেখা গিয়েছে, একই এপিক নম্বর লেখা অনেকগুলি ভোটার আইকার্ড রয়েছে। ডেরেকের দাবি, এই ভোটার আইকার্ডগুলির বেশির ভাগই বিজেপি-শাসিত রাজ্যের বাসিন্দাদের। এই প্রসঙ্গে ডেরেক বলেন, ‘আমরা চাই, পশ্চিমবঙ্গে কেবল সেখানকার বাসিন্দারাই ভোট দিক। দেখা যাবে, সেখানকার ভোটার ভোট দিতে দেওয়া হচ্ছে না, কারণ, তাঁদের ভোট অন্য কেউ দিয়ে গিয়েছেন, যাদের ভোটার আইডি কার্ডের এপিক নম্বর তাঁদেরই মতো’। ডেরেক আরও জানান যে, সে ক্ষেত্রে অন্য রাজ্য থেকে ভোটটেরা এসে ভোট দিয়ে যায়। এটা কিছুতেই মানা যায় না।
ভুয়ো ভোটার, একই নম্বরের একাধিক ভোটার আইডিকার্ড নিয়ে অভিযোগ উঠেছে তিনি এই বিষয়টিকে ‘দুর্নীতি’ বলেও আখ্যা দিয়েছেন। তাঁর কথায়, ‘কমিশনের প্রশংসা করব, তবে সীমিত। কারণ, তারা ভুলের কথা বললেও তার দায় স্বীকার করেনি।’ তার পরেই তিনি কমিশনের উদ্দেশে বলেন, ‘কমিশনকে অনুরোধ করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায় স্বীকার করুন। না করলে মঙ্গলবার সকাল ১১টায় আরও কিছু নথি প্রকাশ করব।’ এই নিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন ডেরেক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন