রিয়াল মাদ্রিদ নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে হার স্বীকার করায় একভাবে শীর্ষে ওঠার সুযোগ পেয়ে যায় বার্সেলোনা। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠার সুযোগ কাজে লাগালেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সোসিয়েদাদকে হারিয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠল বার্সেলোনা। সেখানে সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে যায় রিয়াল মাদ্রিদ।
অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটের মধ্যে প্রতিপক্ষের ১০ জনের হয়ে পড়ার পুরো সুযোগ কাজে লাগায় বার্সা। সোসিয়েদাদের আরিঞ্জ এলুসতোন্দো লাল কার্ড দেখার ৬ মিনিট পর জেরার্ড মার্টিনের গোলে এগিয়ে যায় কাতালানরা। তার ৪ মিনিট পর মার্ক কাসাদোর গোল ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। এরপর ৫৬ মিনিটে রোনাল্ড আরাওহো গোল করে ব্যবধান ৩-০ করেন। শেষ পর্যন্ত ৭০তম মিনিটে বার্সার হয়ে চতুর্থ গোলটি করেন রবার্ট লেয়নডফস্কি। ম্যাচটি বার্সা বড় ব্যবধানে জিতলেও ম্যাচের শুরুটা তারা সোসিয়েদাদের সার্জিও গোমেজের গোল হজম করেছিল। যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এরপর ম্যাচের ১৭ মিনিটে যাবতীয় হিসাব বদলে যায় ধাবমান দানি ওলমোকে পিছনের দিকে টেনে ফেলে দিয়ে এলুসতোন্দো লাল কার্ড দেখায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন