কলকাতা: শনিবার যাদবপুরের অশান্তির মাঝে শিক্ষামন্ত্রীর ‘গাড়ির ধাক্কায়’ আহত হয়েছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের এক প্রথমবর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। বলা চলে, সেই দিন ছাত্রভোটের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বাম ও অতিবাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা প্রতিবাদে নামলেও ইন্দ্রানুজ হয়ে ওঠেন তপ্ত পরিস্থিতি সূচনার মাধ্যম। তারপর থেকে গঙ্গা হয়ে বয়ে গিয়েছে কত জল। যাদবপুর দেখেছে, বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ, আঘাত-প্রত্যাঘাত।
এখন জট কাটিয়ে পরিস্থিতি কিছুটা শিথিল। নিজেদের তরফ থেকে মিটিং, মিছিল নামিয়ে শাসকদলের বিরোধিতায় বামেরা সরব হলেও, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতেই কৌশলী যাদবপুর-কাণ্ডে পদক্ষেপ নিচ্ছে তৃণমূল শিবির। আর কৌশলী আবাহেই আবার ইন্দ্রানূজের বাবাকে ফোন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ফোনালাপে ইন্দ্রানূজের সঙ্গে দেখা করারও ইচ্ছাপ্রকাশ করেন শিক্ষামন্ত্রী, দাবি আহতের বাবার। তাঁর কথায়, ‘ইন্দ্রানুজ তাঁর কাছে সন্তানসম। এই ঘটনায় উনি এবং ওনার মিসেসও খুব কষ্ট পেয়েছেন বলেই জানালেন। পাশাপাশি, ইন্দ্রানুজ সুস্থ হলে, উনি আমাদের বাড়িতে এসে দেখা করে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। ইন্দ্রানূজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর গুলি নিয়ে উনি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।’
এদিন শিক্ষামন্ত্রীর ‘শিষ্টাচার’ দেখে খুশি ইন্দ্রানূজের বাবা। তার পাশাপাশি তিনি ইঙ্গিতও দেন যে, ‘শিষ্টাচার দেখে ভাল লেগেছে। তবে এটা আই ওয়াশ কিনা জানি না কারণ এত বড় একটা আন্দোলন চলছে, সেই জন্যও হতে পারে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন