কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্কে চক্রান্তের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্ষোভ প্রকাশের ঘণ্টা খানেকের মধ্যেই সাসপেন্ড হলেন শিক্ষাবিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর খাঁড়া। এরপর ছুটি বিতর্কে সিদ্ধার্থশঙ্করের জমা দেওয়া শোকজের উত্তরের ভিত্তিতেই তাঁর হাতে নিলম্বন চিঠি ধরান কলকাতা পুরসভার কমিশনার খলিল আহমেদ। সম্প্রতি, কলকাতা পুরসভার স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দুই দিন করা হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তারপর থেকেই সূত্রপাত বিতর্কের। তিনি দাবি করেন, পুরসভার শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে আঘাত পেয়েছেন সনাতনীরা। এদিকে জানা যায়, পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ বা পুরসভার পুর কমিশনার, কারুর সঙ্গে আলোচনা না করেই এই ছুটি বিজ্ঞপ্তি জারি করেন তিনি।
আর তারপরেই চড়ে বিতর্ক। বিজেপি নেতার অভিযোগের পরেই ছুটি বিতর্কে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর খাঁড়াকে শোকজ করা হয় পুরসভা তরফ থেকে। বৃহস্পতিবার, সেই প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রীও সরব হতেই খাঁড়ার গলায় পড়ে সাসপেনশনের খাঁড়া। এই বিতর্ক কাণ্ড থেকে শিক্ষা নিয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভা। সমস্ত কন্ট্রোলিং অফিসারদের জন্য বিজ্ঞপ্তি জারি করে পুর কমিশনার খলিল আহমেদ জানান, নীতি নির্ধারণের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন অবশ্যই নিতে হবে। যদি কোনও আধিকারিক তা অবজ্ঞা করেন, তবে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারিও দিলেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন