বাংলা থেকে ৪০ লক্ষ ভূয়ো ভোটারের নাম বাদ যাবে: অর্জুন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২ মার্চ, ২০২৫

বাংলা থেকে ৪০ লক্ষ ভূয়ো ভোটারের নাম বাদ যাবে: অর্জুন


 

কলকাতা: বাংলা থেকে ৪০ লক্ষ ভূয়ো ভোটারের নাম বাদ যাবে। শুক্রবার এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর কথায়, দিল্লিতে হাজার হাজার ভূয়ো ভোটারের নাম বাদ গেছে। এবার বাংলাতেও রোহিঙ্গা ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নাকি নিরপেক্ষ নয়। তাঁর যুক্তি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের একজন আমলাকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার পদে বসানো হয়েছে। এদিন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক মুখোমুখি হয়ে বিজেপি অর্জুন সিং বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রাজীব সিনহা। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অফিসার এবং বাংলার প্রাক্তন মুখ্যসচিব। তাঁর সময়ে পঞ্চায়েত নির্বাচনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন?’ প্রসঙ্গত, ২১৮-এর বেশি আসন নিয়ে ফের বাংলায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার সভা থেকে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর উত্তরে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ‘নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচন করাতে পারে। নির্বাচন কমিশন যদি এসডিপিও বদলাতে করে। প্রিসাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার যারা বেইমানি করবে, তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া বুথের ২০০ মিটারের মধ্যে যাতে পুলিশ ঢুকতে না পারে। অর্থাৎ ২০০৩ কিংবা ২০০১ সালের মতো নির্বাচন হলে তৃণমূল বাংলায় ১৫ আসনে আটকে যাবে।’ প্রসঙ্গত, প্রকাশ্য সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ‘বেইমান মুকুল রায়কে তিনি নাকি চিহ্নিত করেছিলেন। এপ্রসঙ্গে প্রাক্তন সাংসদ বলেন, ‘মুকুল রায় এখন তৃণমূলে আছেন। উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তবুও প্রকাশ্য সভা থেকে মুকুল রায়কে গালাগালি করা হয়েছে। এটাই তো তৃণমূলের কালচার। যদিও তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পিছনে মুকুল রায়ের অনেক অবদান ছিল।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...