কাঁচরাপাড়া : পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ভাগাড়পাড়া রেলওয়ে কলোনির সাহাপুর ফুট এরিয়ায় বেআইনি নির্মাণ ভাঙাকে ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়ায়। রেলের তরফে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য গত ১৮ ফেব্রুয়ারি রেলের তরফে নোটিশ দেওয়া হয়েছিল। সাতদিনের মধ্যে জবরদখল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নিজেরা বেআইনি নির্মাণ না ভাঙায়, রেল প্রশাসনের তরফে এদিন দুপুরে একটি টিনের ছাউনির ঘর এবং একটি বাড়ির ইটের গাঁথনির একাংশ ভেঙে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ভাগাড়পাড়া রেলওয়ে কলোনিতে। এদিন ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশও হাজির ছিল। পেশায় রাজমিস্ত্রি স্থানীয় বাসিন্দা পাপ্পু মণ্ডলের অভিযোগ, আশেপাশে অনেকেই রেলের জমিতে চাঁদের বাড়ি বানিয়েছ। কিন্তু রেল প্রশাসনের সেদিকে নজর নেই। পাপ্পু মণ্ডলের দাবি, টাকা দিতে না পারায়, রেলপুলিশ তাঁর টিনের ছাউনির ঘর ভেঙে দিল। স্থানীয়দের অভিযোগ, এখানে চড়া দামে রেলের জমি বিক্রি হয়ে যাচ্ছে। অথচ হুঁশ নেই রেল প্রশাসনের।ব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন