কলকাতা: মার্চ মাসের শুরুতেই দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। তবে গৃহস্থের ঘরে ব্যবহৃত ১৪ কেজির গ্যাসের দামে কোনও বদল হয়নি। এদিকে গত মাস অর্থাৎ ১ ফেব্রুয়ারী বাজেটের আগেই এক ধাক্কায় অনেকটাই কমে বাণিজ্যিক গ্যাসের দাম। এর ঠিক উল্টো ছবি ধরা পড়ল নয়া মাস শুরু হতে না হতেই। এক ধাক্কায় ৬ টাকা দাম বাড়াল সংস্থাগুলি। ১লা মার্চ থেকেই এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, গত মাস অর্থাৎ ১ ফেব্রুয়ারিতে তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম ৭ টাকা কমিয়েছিল। আগামী অর্থবর্ষের জন্য গত মাসে বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। তার আগেই গ্যাসের দাম কমানোর ঘোষণা করা হয়। শনিবারের গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হল ১৯১০ টাকা। গত মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে এর দাম ছিল ১৯০৭ টাকা। মুম্বইতে এর দাম হয়েছে ১৯৫৫.৫০ টাকা, যেখানে ফেব্রুয়ারিতে দাম ছিল ১৯৪৯.৫০ টাকা এবং জানুয়ারিতে দেশের এই মেট্রো শহরে দাম ছিল ১৭৫৬ টাকা। অন্যান্য মেট্রো শহরেও একই ভাবে দাম বেড়েছে। প্রত্যেক গৃহস্থের বাড়িতেই ১৪ কেজির রান্নার গ্যাস ব্যবহৃত হয়। সেই দামে এবারেও কোনও বদল হয়নি। দিল্লিতে ডমেস্টিক গ্যাসের দাম ৮০০ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন