আলিপুরদুয়ার: কেন্দ্রীয় সরকার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল। ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের এই নেতাকে রাজ্য সরকার দিল নিরাপত্তা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সাংসদ অন বালা পেলেন এবার রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা। এ রাজ্যের একাধিক বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্র। তার মধ্যে ছিলেন যেমন জন বালা, তেমনি শঙ্কুদেব পাণ্ডার মতো একাধিক নেতা। তবে বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বালা গত লোকসভা নির্বাচনের আগে থেকেই দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেলে রাজ্যের প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী সঙ্গে প্রাক্তন এই বিজেপির সংসদের কথাও হয় সেখানে। এই নিয়ে বিজেপির অন্দরে জনকে নিয়ে নানা ধরনের চর্চা চলছিল। আর এই চর্চার মাঝে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে জনের নিরাপত্তা উঠে যায়। আর তারপরেই জন বালাকে রাজ্য নিরাপত্তা দিল। গত বুধবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্সা এবং আরও কয়েকজন বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নেয়।
এর পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজ্য পুলিশ বার্লার অন্য নিরাপত্তা কর্মী দিয়েছে। বর্তমানে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য দিল্লিতে রয়েছেন। তাঁর অন্য সেখানে দুইজন রাজ্য পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্র আনিয়েছে, যদি তিনি পরে বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে ফিরে আসেন, তাহলে সেখানেও নিরাপত্তা দেওয়া হবে। ডুয়ার্সে রাষ্ট্রীয় নিরাপত্তার অন্তর্নিহিত রাজনৈতিক তাৎপর্য নিয়ে এখন জল্পনা তীব্র হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন