কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতর হামলার শিকার হলেন এক মহিলা। তাঁকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠেছে অপর এক মহিলার বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয় মেডিক্যাল কলেজে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে দাবি করেন আক্রান্ত মহিলা।
কলকাতা মেডিক্যাল কলেজের এই ঘটনায় অভিযোগকারিণী প্রিয়াঙ্কা বৈদ্যকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর প্রেমিকার বিরুদ্ধে। হামলায় তাঁর স্বামীও জড়িত বলে অভিযোগ করেন তিনি। এও আশঙ্কা, ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে তাঁর সঙ্গে। নিজের জন্য ন্যায়বিচার চান প্রিয়াঙ্কা বৈদ্য।
প্রিয়াঙ্কা বৈদ্যর অভিযোগ, যিনি তাঁর ওপর হামলা করেছেন সেই তরুণী নিজেও বিবাহিত এবং সন্তান রয়েছে। এদিকে তাঁর সঙ্গেই তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তাঁদের সম্পর্কের প্রমাণও নাকি রয়েছে তাঁর কাছে। এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা বৈদ্য এও জানান, তিনি দু'জনকে হাতেনাতে ধরেছিলেন। এরপর সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে তাঁদের সঙ্গে শুধু কথা বলতে আসেন তিনি। কিন্তু তাঁরা প্রিয়াঙ্কা বৈদ্যর সঙ্গে কথা বলতে চাননি।
এরপর ওই তরুণীকে বাইরে ডেকে কথা বলতে চাওয়ার সময়েই ওই তরুণী গালিগালাজ করা শুরু করে আর এরপর হঠাৎ-ই হাতুড়ি দিয়ে আঘাত করে। এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা বৈদ্য এও জানান, তাঁর স্বামী সৌরভ খারাপ মানুষ ছিলেন না। তবে ওই তরুণীর পাল্লায় পড়েই এই অবস্থা হয়েছে। সাত বছরের বেশি সময় ধরে বৈবাহিক সম্পর্ক থাকার পর এখন নাকি তাঁর সঙ্গে কথাই বলেন না সৌরভ।
এদিকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, ঘটনাটি হাসপাতালের ভিতর থাকা পুলিশকর্মীদের নজরে এসেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন