নয়াদিল্লি: ভারতের কমপক্ষে ৩৫% স্কুলে রয়েছে ৫০ জনেরও কম পড়ুয়া। এক-একটা স্কুলে রয়েছে ১০ জন ও ১ জন শিক্ষক। বেশিরভাগ স্কুলেই রয়েছে পরিকাঠামোর ভাবনা। কেন্দ্র আর বিভিন্ন রাজ্যের সরকার যখন শিক্ষাক্ষেত্রে উন্নতির কথা বলছে, সেই শিক্ষাক্ষেত্রেই এমন চিত্র উঠে এসেছে শিশুশিক্ষানীতির (এএসইআর) রিপোর্টের সমীক্ষায়। কেন্দ্র সরকারের মতে বিভিন্ন রাজ্যের সরকার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিচ্ছে এবং স্কুলগুলিকে উন্নত করার চেষ্টা করছে। তবে বিশেষজ্ঞদের মতে এই পরিসংখ্যান উদ্বেগজনক। অর্থ বিনিয়োগ না করলে শিক্ষাক্ষেত্রের পরিস্থিতির উন্নতি কার্যত করা সম্ভব নয়।
উদ্যোগ চলছে। কিন্তু বাস্তবের ছবি একেবারে উল্টো বরং বলা ভালো খুবই উদ্বেগজনক। শিশুশিক্ষানীতি রিপোর্টের সমীক্ষা বলছে, দেশের কমপক্ষে ৩৫% স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫০-এর কম। ওই স্কুলগুলোর বেশিরভাগেই ১ বা ২ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকদের ছুটি থাকলে ছাত্রদের পড়াশোনা বন্ধ থাকে। পড়ুয়ারা স্কুলে গেলেও শিক্ষক না থাকলে কার্যত কোনও পড়াশোনাই হয় না। ফলে ছোট ছোট স্কুলগুলিকে পরিকাঠামোগতভাবে আরও বেশি করে শক্তিশালী করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে আরও বেশি করে অর্থ বিনিয়োগ করতে হবে। বিশেষজ্ঞদের মতে শিক্ষাক্ষেত্রে অর্থ বিনিয়োগ ছাড়া কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়, বিশেষ করে গ্রামীণ স্কুলগুলোর ক্ষেত্রে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন