হুগলি: মার্চ জুড়ে টমেটোর অতিরিক্ত ফলন দেখে আগেই আঁতকে উঠেছিলেন চাষিদের একাংশও। বাস্তবে হলও তাই। অতিরিক্ত ফলনের জেরে পাইকারি বাজারে কেজি প্রতি টমেটো বিকোচ্ছে ৫ টাকায়। লাভ তো দূরস্ত, উৎপাদন খরচই উঠবে কিনা তা নিয়ে ঘোর সংশয়ে চাষিরা। পরিস্থিতি এতটাই সঙ্গীন, যে মাঠের ফসল মাঠেই পড়ে নষ্ট হচ্ছে। গাছ থেকে টমেটো তোলার জন্য অতিরিক্ত খরচের ঝুঁকিও নিতে চাইছেন না চাষিরা। তাঁদের কথায়, বিঘে প্রতি প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হয়। সেখানে ওই একই দামে টমেটো বিক্রি করতে দিতে হচ্ছে।
দুই ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া-সহ একাধিক জেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতির জন্য অতিরিক্ত ফলনকেই দায়ী করছেন তাঁরা। একই সঙ্গে সরকারি উদ্যোগে টমেটো ক্রয়ের দাবিও জানাচ্ছেন।
প্রসঙ্গত, গত মাসে আগে অকাল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে বাঁকুড়ার (সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামে প্রায় ১০০ বিঘা জমির আলু মাঠেই নষ্ট হতে বসেছিল। খবর পেয়ে সেখানে হাজির হন ব্লকের কৃষি দফতর ও অধিকারিকেরা। ক্ষতিগ্রস্থ চাষিদের শুধু ফসল বিমার ক্ষতিপূরণ দেওয়াই নয়, সুফল বাংলার মাধ্যমে চাষিদের কাছ থেকে ক্ষতিগ্রস্থ আলু সহায়ক মূল্যে কিনে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনের অধিকারিকেরা। স্বভাবতই হাসি ফুটেছিল গ্রামের কয়েকশো পরিবারের মুখে। সোনামুখীর উদাহরণ টেনে টমেটো চাষিদের বক্তব্য, সরকার নিজ উদ্যোগে টমেটো কিনে সস-সহায়ক গোষ্ঠীকে দিয়ে প্রসেসিংয়ের মাধ্যমে তা থেকে শস এবং এই জাতীয় আরও একাধিক খাবার তৈরি করতে পারে। তাতে স্বনির্ভর গোষ্ঠীগুলিও যেমন উপকৃত হবে তেমনই তাঁদেরও এভাবে মাঠের ফসল নষ্ট হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন