ভারতের এই শহরে শোরুম খুলতে মরিয়া টেসলা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ মার্চ, ২০২৫

ভারতের এই শহরে শোরুম খুলতে মরিয়া টেসলা

 


ওয়াশিংটন:  সব ঠিক মতো চললে মুম্বইয়ে খুলতে চলেছে ইলন মাস্কের সংস্থা টেসলার প্রথম শোরুম। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মতো অভিজাত এলাকায় খোলা হবে ইলেক্ট্রিক ভেহিকেল প্রস্তুতকারক সংস্থা টেসলার শোরুম। ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করা হয়েছে। মুম্বইয়ের পর দেশের রাজধানী নয়া দিল্লিতে টেসলা ভারতে তাদের দ্বিতীয় শোরুম খুলবে বলেও পরিকল্পনা প্রায় চূড়ান্ত।

ভারতে টেসলার গাড়ি ও শোরুম খোলাকে কেন্দ্র করে গাড়িপ্রেমীদের মধ্যে উৎসাহ রয়েছে। টেসলা মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি)-এর চার হাজার বর্গফুট এলাকাজুড়ে তাদের প্রথম শোরুম গড়ে তুলবে। পাঁচ বছরের জন্য লিজ়ে ওই জায়গা চূড়ান্ত করা হয়েছে। এ জন্য মাস্কের সংস্থাকে প্রতি মাসে ৩৫ লক্ষ টাকা ভাড়া গুনতে হবে। বান্দ্রা কুরলা কমপ্লেক্স অভিজাত বাণিজ্যিক এলাকা। সেখানে সাধারণত প্রতি বর্গফুটের ভাড়া প্রায় ৩০০ টাকা হিসাবে ধার্য হয়।

টেসলা এ দেশে তাদের দ্বিতীয় শোরুম খুলবে দিল্লির অ্যারোসিটিতে। কাজ বেশ কিছুটা এগিয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সাম্প্রতিক মার্কিন সফরের সময় টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে দেখা করেছিলেন। বৈঠকের এক মাসেরও কম সময়ের মধ্যে, ভারতে ১০টি চাকরির জন্য টেসলার আগ্রহীদের আবেদন জমা দেওয়ার কথা জানায়। এরপরেই দুটি শোরুমের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের পরই ইলন মাস্কের সংস্থা টেসলা-র ভারতে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়। ২০২৪ সালেই ভারতে টেসলা শোরুম খুলতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু আমদানি শুল্ক সংক্রান্ত জটিলতার জেরে তা থমকে যায়। সেইসময় নিজের ভারত সফরও বাতিল করেছিলেন মাস্ক। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসার পর থেকেই পরিস্থিতির বদলাতে শুরু করে। ট্রাম্পের চাপের মুখে মার্কিন পণ্যে আমদানি শুল্ক কমিয়েছে মোদি সরকার। এরপরেই ভারতে শোরুম খোলার পথে পদক্ষেপ শুরু করে মাস্কের সংস্থা টেসলা।

প্রাথমিক ভাবে জার্মানির কারখানায় তৈরি ইলেকট্রিক ভেহিকেল ভারতে বিক্রি হবে। এর মধ্যে টেসলা ভারতে কারখানা খুলবে। এ জন্য টেসলা কর্তারা এ দেশের কোনও বন্দরের কাছাকাছি জমির খোঁজ করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...