আউশগ্রাম : এখনো ঠিকমতো গরম পড়েনি। এর মধ্যেই পানীয় জলের জন্য হাহাকার করছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি কল রয়েছে, অথচ জল পড়ে না। এই পানীয় জলের দাবিতে লাউডাঙ্গা রাঙামাটি গ্রামে মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা যৌথভাবে পিএইচই দফতরে তালা লাগিয়ে দেন। তাতে এলাকায় জল সরবরাহে বাধা পড়ে। শেষে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউডাঙ্গা পঞ্চায়েতের রাঙামাটি গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতরের (পিএইচই) কলের পাইপলাইন থাকলেও প্রায় সময় তাতে জল আসে না বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যা। বহুবারখানে আগে প্রশাসনের পক্ষ থেকে সমস্যার মেটানোর আশ্বাস দিলেও পরিস্থিতির বদল ঘটেনি বলে অভিযোগ বাসিন্দাদের।
মঙ্গলবার সকালে ক্ষুব্ধ বাসিন্দারা ঐক্যবদ্ধ মূর্তিতে মোড়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। যার ফলে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লাউডাঙ্গা থানার পুলিশ। প্রশাসনের মধ্যস্থতায় বেশ কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা দফতরের তালা খুলে দেন। বাসিন্দারা বলেন, ‘রমজান মাস চলছে। এই সময় জল না পাওয়ার সমস্যা হচ্ছে’।
তৃণমূলের ব্লক সভাপতি শতদীপ ঘটক বলেন, ‘রাঙামাটি গ্রামে পিএইচই-এর জল প্রকল্প করে বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়ার কাজ প্রায় শেষের মুখে। অসমাপ্ত কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে’। দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণী সোমগুল বলেন, ‘পিএইচই দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। আপাতত প্রতিদিন ২ ট্যাঙ্কারের করে পানীয় জল ওই গ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। ছবি- এআই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন