কলকাতা: আসন্ন মাধ্যমিক পরীক্ষা শুরুর পূর্বে ২০১৬ সালে নিযুক্ত হওয়া শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন যে সরকারের কোনো প্রতিনিধি বা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা না করলে তাঁরা মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় কোনো রকম সহযোগিতা করবেন না। তাঁরা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে চান এবং সেই মর্মে তাঁকে ইমেলও পাঠিয়েছেন। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা মুখ্যমন্ত্রীকে ইমেলের মাধ্যমে জানিয়েছেন যে তাঁরা মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন না এবং উত্তরপত্রও মূল্যায়ন করবেন না।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালে হওয়া নিয়োগ প্রক্রিয়ায় বহু যোগ্য চাকরিপ্রার্থীর চাকরি বাতিল হয়েছে। আন্দোলনকারী শিক্ষকেরা তাঁদের হাতে থাকা বিভিন্ন নথি তুলে ধরতে চান। সেই কারণে তাঁরা বৃহস্পতিবার কালীঘাটে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হন। এরপর তাঁরা শুক্রবার প্রতিবাদ দিবস পালন করেন।
এই প্রসঙ্গে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা জানান, ২০১৬ সালের এসএলএসটি প্যানেলে ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তাঁদের মধ্যে ৪০২ জন ভোটার ডিউটির সঙ্গে যুক্ত এবং একাংশ মাধ্যমিক পরিচালনায় যুক্ত। এই মুহূর্তে তাঁরা যে অবস্থার মধ্যে রয়েছেন, এমন পরিস্থিতিতে তাঁরা কোনোভাবেই কাজে অংশ নিতে চান না। পর্ষদের আইনজীবীরা কেন আদালতের সামনে সত্যি কথা বলছেন না, সেই বিষয়েও তাঁরা প্রশ্ন তোলেন। কেন তাঁদের বাঁচানোর জন্য সক্রিয় ভূমিকা নেওয়া হচ্ছে না, সেই বিষয়েও তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
আন্দোলনকারীরা আরও জানান যে তাঁরা ২৯ ডিসেম্বর থেকে অবস্থান করছেন এবং বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি জানাচ্ছেন। তাঁদের কাছে এমন কিছু তথ্য আছে, যা হয়তো আইনজীবীদের কাছেও নেই। সেই তথ্য পেশ করলে প্যানেল বাঁচানো যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন