বাঁকুড়া: বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খাদ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সময়মতো উপস্থিতও হয়েছিলেন। কিন্তু তার আগেই উদ্বোধন হয়ে যাওয়ায়, অপমানে মঞ্চ ছাড়েন মন্ত্রী। মঞ্চ ছাড়ার সময় ক্ষোভ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। বিদ্যালয় সংসদের সভাপতি সহ অন্যান্যদের বিরুদ্ধে তিনি অসন্তোষ প্রকাশ করেন। যার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় সংসদ সভাপতিকে।
বাঁকুড়া শহরের স্টেডিয়ামে এই দিনে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল। অভিযোগ, সেই ক্রীড়া প্রতিযোগিতার জন্য রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে সকাল ১১টায় স্টেডিয়ামে আসার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি যখন ১১টা ৪০ নাগাদ স্টেডিয়ামে পৌঁছন, তখন দেখেন যে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়ে গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অপমানিত বোধ করেন মন্ত্রী।
মন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করার জন্যই এমনটা করা হয়েছে। যদিও মন্ত্রী অভিযোগ মানতে নারাজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বাঁকুড়া প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল সাঁতরা। তার দাবি, মন্ত্রীকে উদ্বোধনের সঠিক সময় জানানো হয়েছিল। তিনি দেরি করে পৌঁছানোর কারণে প্রতিযোগিতার উদ্বোধন নির্দিষ্ট সময়েই সম্পন্ন করা হয়। বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী এই ঘটনাটিকে সামান্য অভিমান বলেই মন্তব্য করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন