কলকাতা: প্রায় আট মাস আগে উপনির্বাচনে বিজয়ী হওয়া দুই তৃণমূল বিধায়কের সঙ্গে রাজভবনের আইনি টানাপোড়েন এখনও চলছে। এই দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেই সংক্রান্ত আইনি মামলায় রাজ্যপাল আবারও একটি নোটিশ পাঠিয়েছেন।
ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে এই নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। এই বিষয়ে দুই বিধায়ক জানিয়েছেন যে তাঁরাও আইনি পথেই এর জবাব দেবেন।
তাঁরা আরও জানান যে রাজ্য বাজেট অধিবেশনের জন্য সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় এলে তাঁরা সৌজন্য দেখাবেন।
গত বছর জুনের শুরুতে ভগবানগোলা ও বরানগরে উপনির্বাচনে রেয়াত ও সায়ন্তিকা জয়লাভ করেন। তাঁদের শপথগ্রহণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়।
রাজ্যপাল তাঁদের রাজভবনে এসে শপথ নিতে বলেছিলেন। কিন্তু দুই বিধায়ক জানান যে তাঁরা বিধানসভাতেই শপথ নিতে চান। শুধু তাই নয়, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে তাঁরা রাজভবনে যেতে রাজি নন বলেও মন্তব্য করেন।
শপথবাক্য পাঠের দাবিতে দুই বিধায়ককে ধরনাতেও বসতে হয়েছিল। অবশেষে, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথ পাঠ করান। এই পুরো বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শপথ গ্রহণ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং রাজ্যপাল সম্পর্কে যে মন্তব্য করা হয়েছিল, সেই প্রেক্ষাপটে রাজভবন থেকে আবার চিঠি পাঠানো হয়েছে। ভগবানগোলা ও বরানগরের বিধায়ককে চিঠি পাঠিয়েছেন রাজ্যপালের আইনজীবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন