প্রয়াত প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ, ছিলেন নিম্নবর্গের ইতিহাস চর্চার পথপ্রদর্শক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

সোমবার, ১ মে, ২০২৩

প্রয়াত প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ, ছিলেন নিম্নবর্গের ইতিহাস চর্চার পথপ্রদর্শক

 

কলকাতা: প্রয়াত প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ। শতবর্ষ পূরণের আগেই প্রয়াত হলেন তিনি৷ আগামী ২৩ মে ১০০ বছর পূরণ করার কথা ছিল তাঁর। তার আগেই চলে গেলেন এই প্রবাদপ্রতিম ইতিহাসবিদ। অস্ট্রিয়ায় তাঁর নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


নিম্নবর্গীয় ইতিহাস চর্চার ধারা গড়ে তুলেছিলেন রণজিৎ গুহ। ১৯৫৯ সালে দেশ ছেড়ে পাড়ি দেন ব্রিটেন৷ সেখানেই শুরু করেন অধ্যাপনার কাজ৷ এর পর ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাসেক্স, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন তিনি। তাঁর শেষ জীবন কাটে অস্ট্রিয়ার ভিয়েনা উডসে৷ সেখানে  স্ত্রী মেখহিল্ড গুহর সঙ্গে থাকতেন ইতিহাসবিদ।

প্রবাদপ্রতীম ইতিহাসবিদ রণজিৎ গুহর মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘প্রবাদপ্রতিম ঐতিহাসিক রণজিৎ গুহর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। অস্ট্রিয়ায় নিজের বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।’’

 ভারতের কৃষক আন্দোলন নিয়ে তাঁর কাজ ছিল সুদূরপ্রসারী। তিনি নিম্নবর্গীয় ইতিহাস চর্চার ধারা গড়ে তুলেছিলেন৷ পাশাপাশি বেশ কিছু সমমনোভাবাপন্ন তরুণ ঐতিহাসিককে নিয়ে একটি শক্তিশালী ঐতিহাসিক গোষ্ঠী গড়ে তুলেছিলেন রণজিৎ গুহ৷ এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চার প্রভাব পড়ে বিশ্বের প্রায় প্রতিটে প্রান্তে৷  তিনি বিভিন্ন দেশে অধ্যাপনা করেছেন৷ তাঁর তাঁর ছাত্র ও অনুরাগীর সংখ্যান অগণিত৷ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...