দেবের ভাইয়ের থেকেও ‘কাটমানি’! সাংসদের ইস্তফা চেয়ে সোচ্চার বিজেপি, ঘাটাল জুড়ে পড়ল পোস্টার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

সোমবার, ১ মে, ২০২৩

দেবের ভাইয়ের থেকেও ‘কাটমানি’! সাংসদের ইস্তফা চেয়ে সোচ্চার বিজেপি, ঘাটাল জুড়ে পড়ল পোস্টার

 

ঘাটাল: তৃণমূল নেতাদের ‘কাটমানি’  দেওয়ার চক্করে আবাস যোজনার বাড়িটাই তৈরি করা হয়নি৷ সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন কেশপুরের মহিষদার বাসিন্দা বিক্রম অধিকারী। ঘটনাচক্রে,  তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের জেঠতুতো ভাই। বিক্রমের এই অভিযোগকে হাতিয়ার করেই এবার ময়দানে নেমে পড়ল বিজেপি৷ ঘাটালজুড়ে পড়ল দেবের নামে পোস্টার৷ পোস্টার পড়েছে শিউলি সাহার নামেও৷ সাংসদ পদ থেকে দেবের ইস্তফা চেয়ে সোচ্চার হয়েছেন পদ্ম নেতারা৷   

কাটমানি ইস্যুতে ফের একবার সরগরম জেলার রাজনীতি। দাদা সাংসদ হওয়া সত্ত্বেও যদি ভাইকে কাটমানি দিতে হয়, তা হলে সাধারণ মানুষের কী হবে, এই প্রশ্ন তুলে শাসকদলকে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি। বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।  দেব ও বিধায়ক শিউলি সাহার নামে পোস্টার পড়েছে পাঁশকুড়া বাসস্ট্যান্ড, ঘাটাল কলেজ, মহকুমাশাসকের দফতর, সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। সেখানে লেখা হয়েছে, ‘‘ঘরের ছেলে সাংসদ থাকা সত্ত্বেও বাড়ির টাকা নেওয়া হল কেন, দীপক অধিকারী জবাব দাও’’, ‘‘বিক্রম অধিকারীর আবাস যোজনার টাকা নেওয়া হল কেন, শিউলি সাহা জবাব দাও।’’ 

 ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এ প্রসঙ্গে বলেন, ‘‘সাংসদ দেবের ভাই নিজে জানিয়েছেন যে, আবাস যোজনার বাড়ি পেতে টাকা দিতে হয়। দেবের পরিবারের এক সদস্যই এ কথা বলছেন! তাই এই পোস্টার দেওয়া হয়েছে। আমরা দেবের পদত্যাগ দাবি করছি।’’

পাল্টা মুখ খুলেছে তৃণমূলও৷ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘‘বিজেপির মুশকিল হল, ওরা কখন কী বলবে, বুঝতে পারছে না। দেব ওদের কুৎসার জবাব দেয় না। তাই এরা আরও উঠে পড়ে লেগেছে! এ সব পোস্টার রাজনীতি করে কিছু হবে না। মাঠে-ময়দানে নেমে কাজ করতে হয়।’’


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...