গতি ঘণ্টায় ১০০০ কিমি, বিশ্বের প্রথম হাইপারলুপ ট্রেন তৈরির পরিকল্পনা করছে চিন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

গতি ঘণ্টায় ১০০০ কিমি, বিশ্বের প্রথম হাইপারলুপ ট্রেন তৈরির পরিকল্পনা করছে চিন



বেজিং: ঝড়ের গতিতে ছুটবে ট্রেন। দেশের প্রথম সুপার হাইস্পিড রেললাইন তৈরির পরিকল্পনা শুরু করল ড্রাগনের দেশ। বিশেষ এই রেললাইন ধরে ঘণ্টায় প্রায় ১ হাজার কিলোমিটার গতিবেগে ছুটবে ম্যাগলেভ ট্রেন। যা চুম্বক দ্বারা পরিচালিত। এর জন্য ব্যবহার করা হবে এক বিশেষ ধরনের সুড়ঙ্গ। সব ঠিকঠাক থাকলে সাংহাই ও হাংঝৌ শহরের মধ্যে গড়ে উঠবে এই হাই স্পিড রেললাইন। সম্প্রতি চিনের একটি স্থানীয় সংবাদমাধ্যমে এমনই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। 

আজ থেকে ১০ বছর আগে, অর্থাৎ ২০১৩ সালে হাইপারলুপ নামে পরিচিত 'আল্ট্রা-হাই স্পিড পাইপলাইন ম্যাগলেভ সিস্টেম' সম্পর্কে ধারণা দিয়েছিলেন টেসলা কর্তা এলন মাস্ক। রেললাইন তৈরির ক্ষেত্রে মার্কিন ধনকুবের মাস্কের এই হাইপারলুপ কনসেপ্টকেই এবার বাস্তবের রূপ দিতে চলেছে ভারতের প্রতিবেশী এই দেশ। এই পরিবহন ব্যবস্থায় একটি ভ্যাকুয়াম সিলড-টিউবের মধ্য দিয়ে যাত্রী এবং মালপত্র পরিবহন করা হবে।

রিপোর্ট অনুযায়ী, নির্মাণ সংক্রান্ত শর্তাবলীর কথা মাথায় রেখে ছ’টি সম্ভাব্য অঞ্চলে সমীক্ষা চালান বিজ্ঞানীরা। সেই সমীক্ষার ভিত্তিতেই উপকূলবর্তী এই দুই শহরের মধ্যে দেশের প্রথম সুপার হাইস্পিড রেললাইন তৈরির সিদ্ধান্ত নেয় বেজিং৷ জনসংখ্যার ঘনত্ব, উন্নত অর্থনীতি, সমতল ভূখণ্ড সহ একাধিক দিক থেকে বিবেচনা করে সাংহাই ও হাংঝৌকে বেছে নেওয়া হয়েছে। ওই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে চিনের অর্থনীতির উপরেও অনুকূল প্রভাব পড়বে। তবে শুধু সাংহাই আর হাংঝৌ নয়, বেজিং থেকে শিজিয়াজুয়াং, গুয়াংঝৌ থেকে শেনজেন ও ছেংদু থেকে ছোংকিং সহ আরও বেশ কয়েকটি রুটে এই অত্যাধুনিক হাই স্পিড ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারেও চিন্তাভাবনা করছে চিন। যা চিনকে উচ্চ-গতির রেল প্রযুক্তিতে শীর্ষস্থান ধরে রাখতে সহায্য করবে।

মাত্র ১৫ বছরের মধ্যেই চিন পৃথিবীকে প্রদক্ষিণ করার মতো যথেষ্ট হাই-স্পিড রেল তৈরি করে ফেলেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই অভিজ্ঞতা হাইপারলুপ নির্মাণকে আরও সহজ ও দ্রুত করবে। যদিও হাইপারলুপ রেল নেটওয়ার্ক গড়ে তোলার জন্য এখনও প্রচুর পরিমাণে গবেষণা, প্রকৌশল দক্ষতা এবং অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিংয়ে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন রয়েছে। 

কিন্তু কেন এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হল সাংহাই ও হাংঝৌকে? আসলে এই শহর দুটি শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালী নয়, সাংস্কৃতিক দিক থেকেই সমৃদ্ধ। এছাড়াও এই দুই শহরের জনসংখ্যার ঘনত্ব বেশি৷ অর্থনৈতিক কার্যক্রমও ব্যাপক। এছাড়াও এই দুই চিনা শহর তুলনামূলক সমতল ভূখণ্ডে অবস্থিত হওয়ায় ট্রেন লাইন  নির্মাণের কাজও অনেকটা সহজ হবে৷ 

এছাড়াও জনসংখ্যার দিক থেকে চিনের বৃহত্তম শহর সাংহাই বিশ্বের অর্থনৈতিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র। এলন মাস্ক পরিচালিত বিশ্বের বৃহত্তম টেসলা গাড়ির কারখানাও রয়েছে এই শহরে। অন্যদিকে হাংঝৌ বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। আলিবাবার মতো ই-কমার্স কোম্পানিগুলোর কেন্দ্র রয়েছে এই শহরে।

২০০ কিমি. দূরত্বে অবস্থিত এই দুই শহরের মধ্যে যাতায়াতের জন্য গাড়িতে সময় লাগে প্রায় তিন ঘন্টা৷ হাই-স্পিড ট্রেনে এই দূরত্ব অতিক্রম করতে লাগে এক ঘন্টা। যদি হাইপারলুপ লাইন বাস্তবায়িত হয়, তবে এই দূরত্ব পার করতে লাগবে মাত্র ১৫ মিনিট।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...