বেঙ্গালুরু: দেশের অন্যতম নামী অনলাইন শিক্ষামূলক সংস্থা বাইজুস৷ ক্রিকেটারদের পোশাকে হামেশাই বাইজুসের বিজ্ঞাপন লক্ষ্য করা যায়৷ এবার সেই বাইজুসের সিইও বাইজু রবিন্দ্রনের অফিস ও বাড়িতে হানা দিল এনফোর্সেমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ শনিবার বেঙ্গালুরুতে সংস্থার দফতরের পাশাপাশি রবীন্দ্রনের বাসভবনে পৌঁছে যান ইডির আধিকারিকরা। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করার অভিযোগ উঠেছে অনলাইন শিক্ষামূলক অ্যাপ সংস্থার বিরুদ্ধে। তল্লাশিতে চালিয়ে এই সংক্রান্ত বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে৷
বেঙ্গালুরুতে অবস্থিত রবীন্দ্রনের মূল সংস্থা ‘থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড’ বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত আইন (ফেমা) লঙ্ঘন করেছে বলে ইডি সূত্রে খবর৷ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই সংস্থায় বিদেশ থেকে প্রায় ২৮ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে। একই ভাবে এই অ্যাপ সংস্থাও বিদেশের বিভিন্ন সংস্থায় ৯ হাজার ৭৫৪ কোটি টাকা বিনিয়োগ করেছে।
এর আগে বহুবার রবীন্দ্রনকে সমন পাঠিয়েছে ইডি। কিন্তু তিনি বারবার তা এড়িয়ে যাচ্ছিলেন। ২০২০-২১ সালে ফাইনান্সিয়াল স্টেটমেন্টও তৈরি করাননি। পাশাপাশি অ্যাকাউন্ট অডিটও করাননি। এদিকে, বিজ্ঞাপন ও প্রচারের কাজে ৯৪৪ কোটি টাকা খরচ করছে বাইজুস।
প্রসঙ্গত, প্রাথমিক স্তর থেকে উচ্চতর শিক্ষা, এমনকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেও অনলাইনে পড়ুয়াদের ক্লাস করিয়ে থাকে এই সংস্থা। গত এক দশকে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপ সংস্থা৷ এই সংস্থা ভারতীয় ক্রিকেট দলের অন্যতম স্পনসরও বটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন