ট্রেনে চেপে এলেন এনজিপি, মুখ ঢাকা ব্যক্তিটি কি অরিজিৎ? স্টেশন চত্বরে হুড়োহুড়ি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

ট্রেনে চেপে এলেন এনজিপি, মুখ ঢাকা ব্যক্তিটি কি অরিজিৎ? স্টেশন চত্বরে হুড়োহুড়ি




জলপাইগুড়ি: দিন কয়েক আগেই আইপিএল-এর মঞ্চে নিজের সুরেলা কন্ঠে ঝড় তুলেছিলেন অরিজিৎ সিং৷ এবার বলিউড খ্যাত গায়ক অরিজিৎ-এর গন্তব্য উত্তরবঙ্গ। ফেব্রুয়ারি মাসে কলকাতায় কনসার্টের পর চলতি বছর রাজ্যে দ্বিতীয় অনুষ্ঠান তাঁর৷ ৪ এপ্রিল মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মায়ানগরীর এই বাঙালি তারকা শিল্পীর কনসার্ট। সেই মতো মঙ্গলবার ভোরেই উত্তরবঙ্গে পৌঁছে যান অরিজিৎ৷ 

বলিউডের এত বড় শিল্পী, তিনি ব্যক্তিগত গাড়ি কিংবা প্রাইভেট জেটে সফর করবেন, সেটাই তো স্বাভাবিক। কিন্তু, নামটা যে অরিজিৎ৷ তিনি মাটির মানুষ৷ কর্ম জীবনে সাফল্যের শিখর ছুঁলেও, তিনি মাটিতে পা রেখে চলতেই ভালোবাসেন৷ সেটাই যেন আরও একবার প্রমাণ হয়ে গেল। জানা গিয়েছে, এদিন রাত আড়াইটে নাগাদ ট্রেনে চেপে শিলিগুড়ি পৌঁছন গায়ক! ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে দাঁড়ায় ট্রেন। প্ল্যাটফর্মে তখন অগণিত মানুষের ভিড়৷ হাতে মোবাইল। ট্রেনের দরজায় দাঁড়িয়ে এক ব্যক্তি। পরনে জলপাই রঙের হুডি, মাথা ঢাকা সেই টুপিতে। মুখে মাস্ক। নিজেকে প্রায় আড়াল করে রেখেছেন৷ ভিডিয়োর ওই ব্যক্তি নাকি অরিজিৎ সিং। তেমনটাই দাবি৷ 

জানা গিয়েছে, মধ্যরাতে জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে উঠেন অরিজিৎ। ঘন্টা তিনেকের মধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যান তিনি৷ তাঁর ট্রেন সফরের খবর আগেই পেয়ে গিয়েছিলেন ভক্তরা। রাত পৌনে তিনটের সময়ও অরিজিতের এক ঝলক পেতে স্টেশন চত্বরে উপস্থিত হন অনুরাগীরা৷ 

উত্তরবঙ্গের মানুষ অরিজিতের সুরেলা কন্ঠে বুঁদ হতে প্রস্তুত। এই কনসার্টের আয়োজক তোচন ঘোষ অরিজিতের ট্রেন সফর নিয়ে বলেন, ‘ওর মধ্যে কোনও তারকাসুলভ আচরণ নেই। জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে করে এসেছে। সঙ্গে ৩০ জন বন্ধুকে নিয়ে এসেছে’।



শুধু শিলিগুড়ি নয়, সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকেও অরিজিৎ ভক্তরা আসছেন এই কনসার্টে৷ প্রিয় গাককে একবার চোখের সামনে দেখার জন্য, তাঁর গান শোনার জন্য মরিয়া তাঁরা। সারা পাহাড় যেন মিলবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে৷ জানা গিয়েছে, উত্তরবঙ্গের এই কনসার্টে প্রায় ১৩ হাজার দর্শক উপস্থিত থাকবেন৷ আয়োজকরা জানিয়েছেন, ইতিমধ্যেই কনসার্টের ১২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে বাকি টিকিটও বিক্রি হয়ে যাবে বলে আশা তাঁদের৷ কলকাতা লাইভে হিন্দি গানের চেয়ে বাংলা গানই বেশি গেয়েছেন গায়ক৷ এদিনও তেমনটা হবে বলে মনে করা হচ্ছে৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...