গালওয়ানে শহিদ হয়েছিলেন স্বামী, ভারতীয় সেনায় লেফটেন্যান্ট পদে যোগ দিলেন স্ত্রী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

গালওয়ানে শহিদ হয়েছিলেন স্বামী, ভারতীয় সেনায় লেফটেন্যান্ট পদে যোগ দিলেন স্ত্রী

 

নয়াদিল্লি: ২০২০ সালের ১৫ জুন৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গালওয়ান উপত্যকায় চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। তাঁদের মধ্যে একজন নায়েক দীপক সিং। শনিবার সেই শহিদ সেনার স্ত্রী ভারতীয় সেনায় লেফটেন্যান্ট পদে যোগ দিলেন৷ রেখা সিং-এর পোস্টিং হল পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। গত একবছর ধরে চেন্নাইয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। প্রশিক্ষণ শেষে শনিবার যোগ দিলেন সেনায়।

উল্লেখ্য, রেখার স্বামী নায়েক দীপক সিং ছিলেন বিহার রেজিমেন্টের ষোড়শ ব্যাটেলিয়নের সদস্য। ২০২১ সালে তাঁকে মরণোত্তর বীর চক্র সম্মানিত করা হয়। পরের বছর অর্থাৎ ২০২২ সালে মহিলা ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শিবিরে যোগ দেন রেখা। সেই প্রশিক্ষণ শেষ করে এবার লেফটেন্যান্ট হিসেবে যোগ দিলেন তিনি।

রেখার পাশাপাশি শনিবার একসঙ্গে পাঁচজন মহিলা আর্মি অফিসার হিসেবে গোলন্দাজ বাহিনীতে যোগ দিয়েছেন। তাঁরা সকলেই চেন্নাইয়ের ‘অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এই পাঁচ মহিলা অফিসারের মধ্যে দু’জনকে পাক সীমান্তের কাছে পোস্টিং দেওয়া হয়েছে। রেখা-সহ বাকি তিনজনকে যোগ দিচ্ছেন লাদাখ সীমান্তে৷ পাঁচ মহিলা অফিসারের পাশাপাশি ১৯ জন পুরুষ অফিসারও এধিন যোগ দিয়েছেন রেজিমেন্টে।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে জানিয়েছিলেন মহিলা অফিসারদের গোলন্দাজ বাহিনীতে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তাঁর প্রস্তাবে সিলমোহর দেয় সরকারও।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...