কলকাতা: গত ২৩শে এপ্রিল যোগেশ মাইম একাডেমিতে অনুষ্ঠিত হল সোশ্যাল মিডিয়া (ফেসবুক) পেজ ইলিশেগুঁড়ি আয়োজিত বার্ষিক অনুষ্ঠান রামধনু ১.০। এই অনুষ্ঠানে ছিল একাধিক চমক৷ গানে গানে জমে উঠেছিল আসর৷ মঞ্চে ফিরে এসেছিল পুরনো দিন৷
একইভাবে শ্রুতিনাটক হ য ব র ল এর সঙ্গে সকলে পৌঁছে গিয়েছিল ছেলেবেলার দিনগুলোতে৷ নাচে-নাচে স্মরণ করা হয় বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক প্রয়াত মাস্টারজি সরোজ খানকে৷ এদিন মঞ্চি উপস্থিত ছিল আরও তিনটে ফেসবুক পেজ - কান্ডারী, রং মশাল এবং প্রতিভায় অদ্বিতীয়া। সকলেই অনুষ্ঠানে অংশ নেয়৷ নাচে গানে মাতিয়ে রাখে দর্শকদের। এছাড়াও ছিল সৃজন নাট্যম অভিনিত - নতুন আলো ( ছোটদের নাটক৷ এদিন ব্লু এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স তাদের আসন্ন সিনেমাগুলো নিয়ে আলোচনা করে। সবশেষে ছিল তাণ্ডব ও নগরক্ষ্যাপা নামক দুটো ব্যান্ড এর পারফরমেন্স। উপস্থিত ছিল আরও কিছু ফেসবুক পেজ (পরিবার)৷ সব মিলিয়ে জাঁকজমক অনুষ্ঠানে জমে ওঠে সন্ধ্যা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন