নাচে-গানে জমজমাট ইলিশেগুঁড়ির বার্ষিক অনুষ্ঠান, ফিরল ছেলেবেলার স্মৃতি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

নাচে-গানে জমজমাট ইলিশেগুঁড়ির বার্ষিক অনুষ্ঠান, ফিরল ছেলেবেলার স্মৃতি

 

কলকাতা: গত ২৩শে এপ্রিল যোগেশ মাইম একাডেমিতে অনুষ্ঠিত হল সোশ্যাল মিডিয়া (ফেসবুক) পেজ ইলিশেগুঁড়ি আয়োজিত বার্ষিক অনুষ্ঠান রামধনু ১.০। এই অনুষ্ঠানে ছিল একাধিক চমক৷ গানে গানে জমে উঠেছিল আসর৷ মঞ্চে ফিরে এসেছিল পুরনো দিন৷ 


একইভাবে শ্রুতিনাটক হ য ব র ল এর সঙ্গে সকলে পৌঁছে গিয়েছিল ছেলেবেলার দিনগুলোতে৷ নাচে-নাচে স্মরণ করা হয় বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক প্রয়াত মাস্টারজি সরোজ খানকে৷ এদিন মঞ্চি  উপস্থিত ছিল আরও তিনটে ফেসবুক পেজ - কান্ডারী, রং মশাল এবং প্রতিভায় অদ্বিতীয়া। সকলেই অনুষ্ঠানে অংশ নেয়৷ নাচে গানে মাতিয়ে রাখে দর্শকদের। এছাড়াও ছিল সৃজন নাট্যম অভিনিত - নতুন আলো ( ছোটদের নাটক৷ এদিন ব্লু এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স তাদের আসন্ন সিনেমাগুলো নিয়ে আলোচনা করে। সবশেষে ছিল তাণ্ডব ও নগরক্ষ্যাপা নামক দুটো ব্যান্ড এর পারফরমেন্স। উপস্থিত ছিল আরও কিছু ফেসবুক পেজ (পরিবার)৷ সব মিলিয়ে জাঁকজমক অনুষ্ঠানে জমে ওঠে সন্ধ্যা৷  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...