নয়াদিল্লি: সিরিয়াল কিলার সন্দেহে দিল্লির যুবককে গ্রেপ্তার করল পুলিস। অভিযুক্ত অজয় লাম্বার বিরুদ্ধে খুনের পাশাপাশি, গাড়ি পাচার ও ডাকাতির অভিযোগ রয়েছে। পুলিসের অনুমান, ধৃত অজয় কুখ্যাত এক গ্যাং-এর সদস্য। যাদের বিরুদ্ধে দিল্লি-উত্তরাখণ্ডের একাধিক চালককে খুন করে গাড়ি পাচারের অভিযোগ রয়েছে।
প্রথমে নিখোঁজ, পরে দেহ উদ্ধার। দিল্লি-উত্তরাখণ্ডের বেশ কয়েকজন ক্যাব চালকের এমনই পরিণতি হয়েছিল। কয়েক বছর ধরে ঘটনার তদন্ত চলে। উঠে আসে ‘সিরিয়াল কিলিং’ তত্ত্ব। রবিবার পুলিসের জালে ধরা পড়ল সেই কুখ্যাত সিরিয়াল কিলার দলের সদস্য অজয়। জানা গিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই ক্যাব ড্রাইভারদের খুন করত সে ও তার সঙ্গীরা। ‘শিকার’-এ বেরিয়ে অজয়রা প্রথমে যাত্রী সেজে গাড়িতে সওয়ার হত। ড্রাইভারকে নানা কথায় ভুলিয়ে নিয়ে যেত নির্জন কোনও রাস্তায়। সুযোগ বুঝে ড্রাইভারকে শ্বাসরোধ করে খুন করত। এরপর পাহাড়ের খাদে দেহ লোপাট করে গাড়ি পাচার করে দিত নেপালে। এখনও অবধি একজন ক্যাব ড্রাইভারের দেহ উদ্ধার করতে পেরেছে পুলিস। স্রেফ ক্যাব ড্রাইভার খুন নয়, ধৃত অজয়ের বিরুদ্ধে দিল্লি, ওড়িশার একাধিক জায়গায় ডাকাতির অভিযোগ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন