কলকাতা: কসবার আইন কলেজের পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় মুখবন্ধ খামে হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা পড়ল। ওইসঙ্গে কেস ডায়েরিও (সিডি) জমা দিয়েছে পুলিস। অন্যদিকে, নির্যাতিতার পরিবার বৃহস্পতিবার ফের জানিয়েছে, পুলিসি তদন্তে তারা সন্তুষ্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তদন্ত রিপোর্টে এখনই প্রকাশ্যে আনা যাবে না। তদন্ত রিপোর্ট নির্যাতিতার পরিবারের আইনজীবীকেই শুধু দেওয়া হবে। শুনানি চলাকালীন নির্যাতিতার পরিবার ফের জানায়, পুলিস বা সিটের তদন্তে তারা সন্তুষ্ট। এই ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেখানে সিবিআই তদন্তের দাবি জানান হয়। কিন্তু নির্যাতিতার পরিবারের এই দাবির পর ঘটনায় সিবিআই তদন্তের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
এই মামলার গত শুনানিতে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যকে তদন্ত রিপোর্ট এবং সিডি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেইমতো এদিন রিপোর্ট পেশ করেছে রাজ্য। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিস। অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষালের নেতৃত্বে তদন্ত চলছে। চারসপ্তাহ পর ফের তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। পরবর্তী শুনানি ২১ আগস্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন