ভোটের আগেই বিহারে বড় ঘোষণা নীতীশের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ভোটের আগেই বিহারে বড় ঘোষণা নীতীশের



পাটনা: ভোটের আগে কল্পতরু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সামাজিক প্রকল্পে ভাতা বৃদ্ধির পর আরও কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি। আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, বিহারে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য এবার থেকে ৩৫ শতাংশ সংরক্ষণ থাকবে। এদিন বিহারের মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি বিষয়ে পাস হয়। যার মধ্যে অন্যতম রাজ্য সরকারের চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ। মূলত বিহারে সরকারি বিভাগে মহিলা কর্মীদের বেশি করে যোগদানের জন্যই এই পদক্ষেপ। এটি বিহারে মহিলাদের ক্ষমতায়ণের জন্যই করা হয়েছে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।


এই বিষয়ে জেডিইউ প্রধান বলেন, ‘রাজ্যের সমস্ত সরকারি চাকরির সব বিভাগে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের এই সিদ্ধান্তের একটাই লক্ষ্য রাজ্যের সমস্ত বিভাগের সরকারি চাকরিতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানো। আরও বেশি সংখ্যক মহিলা যাতে কর্মক্ষেত্রে প্রবেশ করে বিহারের শাসনব্যবস্থা ও প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটাই আমাদের মূল লক্ষ্য।’ তবে শুধুই এই ঘোষণাতেই থেমে থাকনেনি নীতীশ কুমার। তিনি বিহারের যুব সম্প্রদায়ের জন্যও একটি বিশেষ ঘোষণা করেছেন। এবার বিহারে যুব কমিশন নামক একটি বিভাগ খোলা হচ্ছে। এর কাজ হবে, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে আরও বেশি করে কর্মসংস্থান করা।


এই বিষয়ে নীতীশ জানিয়েছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিহারের যুবকদের আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ করে দিতে, প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করে তুলতে সরকার বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার তরফে এই প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে। এই কমিশনে একজন চেয়ারপার্সন ও ৭ জন সদস্য থাকবেন।’ ভোট এগিয়ে আসতেই মহিলা ও যুব সম্প্রদায়কে কাছে টানতে এই ধরণের ঘোষণা করছেন নীতীশ কুমার। মত রাজনৈতিক মহলের। এর আগে সামাজিক প্রকল্পে ভাতা বৃদ্ধি করে বিহারের প্রান্তিক ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন জেডিইউ প্রধান। অর্থাৎ ভোটের আগে বিহারের সবস্তরে সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে দিয়ে ভোট পাওয়ার রাস্তা তৈরি করছেন নীতীশ কুমার। যদিও তাতে তিনি সফল হবেন না বলেই মত বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলির। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...