কলকাতা: গরম কমলেও অস্বস্তিকর আবহাওয়া শহরে বিরাজমান। তার মধ্যে মাঝেমাঝেই টানা বৃষ্টির জেরে ভুগতে হচ্ছে শহরবাসীকে। আজ, ৪ জুলাইতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আজ শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে। গতকাল, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় (৩ জুলাই সকাল ৬টা ৩০ থেকে ৪ জুলাই সকাল ৬টা ৩০ পর্যন্ত) শহরে বৃষ্টিপাত হয়েছে ২.৫ মিলিমিটার।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। আজ, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং আশপাশের জেলাগুলিতেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন