ল্যাম্বর্গিনির গতির বলি, স্পেনে মর্মান্তিক মৃত্যু পর্তুগালের তারকা ফুটবলার জোতার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ল্যাম্বর্গিনির গতির বলি, স্পেনে মর্মান্তিক মৃত্যু পর্তুগালের তারকা ফুটবলার জোতার



মাদ্রিদ: মধ্যরাত... শুনসান হাইওয়ে... উল্কার গতিতে ছুটে চলা ল্যাম্বর্গিনি সুপারকার... এবং এক স্বপ্নের অপমৃত্যু! সপ্তাহ তিনেক আগে রোনাল্ডোর কাঁধে কাঁধ মিলিয়ে উয়েফা নেশনস লিগ জয়ের সেলিব্রেশনের ছবিটা এখনও জ্বলজ্বল করছে সোশ্যাল মিডিয়ায়। প্রোফাইল পিকচারে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগ ট্রফি হাতে তাঁর অমলিন হাসি। মাত্র ২৮ বছর বয়সে সব কিছু ছেড়ে হঠাৎই না ফেরার দেশে পাড়ি দিলেন দিয়োগো জোতা। বুধবার মধ্যরাতে স্পেনের জামোরার জাতীয় সড়কে পাঁচ কোটি টাকার ল্যাম্বর্গিনির বেপরোয়া গতি কেড়ে নিল পর্তুগালের তারকা ফরওয়ার্ডের জীবন। গাড়িতে ছিলেন জোতার ভাই আন্দ্রে সিলভাও। ঘটনাস্থলেই মারা যান দু’জনে। জোতার মর্মান্তিক পরিণতি ফিরিয়ে এনেছে আড়াই বছর আগে ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতি। বরাতজোরে তিনি বেঁচে যান। কিন্তু কপাল সাথ দেয়নি জোতার।

ইপিএল, নেশনস লিগ... ক্লাব আর দেশের হয়ে পরপর ট্রফি জয়ে উদ্বেল ছিলেন জোতা। ফুটবল মরশুম শেষ হতে না হতেই তাই বিয়েটাও সেরে ফেলেছিলেন। মাত্র ১১ দিন আগেই নিজের শহর, পর্তুগালের পোর্তোয় কিশোরবেলার বান্ধবী রুতে কার্দোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের তিন সন্তানও রয়েছে। আগামী সোমবার প্রি-সিজন ট্রেনিং ক্যাম্প শুরু করছে লিভারপুল। সেখানে যোগ দিতেই জোতা রওনা হল বুধবার। সবুজ ল্যাম্বর্গিনি স্পোর্টসকারে সঙ্গী ভাই আন্দ্রেও। পর্তুগালের সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি ফুসফুসে সার্জারি হয় তারকা ফুটবলারের। ডাক্তারদের কড়া নির্দেশ ছিল, বিমানে চড়া যাবে না। কাজেই বিকল্প বলতে জলপথ। বৃহস্পতিবার বিকেল চারটেয় স্পেনের স্যানট্যান্ডার থেকে ব্রিটেনের প্লাইমাউথগামী ফেরি। কিন্তু তা আর ধরা হল না।

স্পেন প্রশাসনের বয়ান অনুযায়ী, বুধবার রাতে সাড়ে ১২টা নাগাদ জামোরার এ-৫২ হাইওয়েতে একটি গাড়িকে ওভারটেক করতে যাচ্ছিল জোতার ল্যাম্বর্গিনি সুপারকার। আচমকাই সেটির টায়ার ফেটে যায়। জোতার গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, রাস্তার সঙ্গে চাকার ঘর্ষণে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ। দমকল পৌঁছনোর আগেই সব শেষ।

কাকভোরে এই খবর পেয়ে শোকের ছায়া নেমেছে ফুটবলবিশ্বে। শোকজ্ঞাপন করেছেন রোনাল্ডো, জুরগেন ক্লপরা। পর্তুগাল ফুটবল সংস্থার প্রধান পেদ্রো প্রোয়েনসাও বলেন, ‘পর্তুগাল ফুটবলের মস্তবড় ক্ষতি হয়ে গেল।’ শোকাচ্ছন্ন লিভারপুল ক্লাবও।

পেশাদার ফুটবলে জোতার পথ চলা শুরু ২০১৪ সালে। দেশের জার্সিতে খেলেছেন ৪৯টি ম্যাচ। দাদার দেখানো পথে এগচ্ছিলেন ভাই আন্দ্রে সিলভাও। লেফট উইঙ্গার পজিশনে স্বচ্ছন্দ ছিলেন জোতা। রোনাল্ডোকে বাদ দিলে সাম্প্রতিক কালে রিকার্ডো কুরেসমার পর এত ভালো গতি পর্তুগালের আর কারও ছিল না। কিন্তু গাড়ির গতিই চিরতরে থামিয়ে দিল প্রমিসিং উইঙ্গারকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...