নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরএসএস সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কনটেন্ট শেয়ার করার অভিযোগ। সেই মামলাতেই মঙ্গলবার কার্টুনিস্ট হেমন্ত মালব্যকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। তবে সেই সঙ্গেই ওই কার্টুনিস্টকে গ্রেপ্তারি থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত। এদিন বিচারপতি সুধাংশু ধুলিয়া ও অরবিন্দ কুমারের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, মালব্য ফের যদি কোনও আপত্তিকর পোস্ট করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মধ্যপ্রদেশ সরকারের আর কোনও বাধা থাকবে না।
কার্টুনিস্ট মালব্যকে এদিন ভর্ৎসনা করে বিচারপতি ধুলিয়া বলেন, ‘বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে! আজকাল লোকে যাকে যা ইচ্ছা বলে দেয়। যা খুশি লিখে দেয়।’ সোশ্যাল মিডিয়ায় যেভাবে আপত্তিকর পোস্ট বাড়ছে, তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে শীর্ষ আদালত। বলেছে, এবিষয়ে আমাদের কিছু একটা করতে হবে। ১৫ আগস্টের পর এই মামলার পরবর্তী শুনানিতে আপত্তিকর পোস্টের বাড়বাড়ন্ত আটকাতে কোনও নির্দেশ জারি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরএসএস স্বেচ্ছাসেবকদের সম্পর্কে অবমাননামূলক কার্টুন পোস্ট করার অভিযোগে মধ্যপ্রদেশে মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এই পোস্টগুলি ২০২১ সালের হলেও সম্প্রতি অন্যান্য লোকজন সেগুলি শেয়ার করতে শুরু করেন। এই মামলায় হেমন্তের আগাম জামিনের আর্জি গত ৩ জুলাই মধ্যপ্রদেশ হাইকোর্ট খারিজ করে দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন