স্কুলে স্কুলে হুমকি মেল, সাত সকালে বোমাতঙ্ক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

স্কুলে স্কুলে হুমকি মেল, সাত সকালে বোমাতঙ্ক



নয়াদিল্লি: স্কুলের ক্লাস রুমে কালো প্লাস্টিকে মধ্যে লুকিয়ে রাখা রাখা আছে বোমা। এমনই হুমকি ইমেল ঘিরে শুক্রবার সাত সকালে আতঙ্ক ছড়াল রাজধানী দিল্লিতে। এবার একসঙ্গে শহরের অন্তত ২০টি স্কুলে এমন হুমকি মেল এসেছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই পদক্ষেপ করেছে প্রশাসন। শুরু হয়েছে পুলিস ও দমকলের যৌথ তল্লাশি। পাশাপাশি গোটা ঘটনার তদন্তও শুরু হয়েছে। এই সমস্ত হুমকি ইমেলের উৎসের সন্ধান চলছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের বিভিন্ন  স্কুলে পাঠানো হুমকি ইমেলের বয়ান মোটামুটি এক। তাতে লেখা আছে, ‘হ্যালো! আমি স্কুলের ক্লাসরুমে বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস (ট্রাইনাইট্রোটলুইন) রেখেছি। বিস্ফোরকগুলি কালো প্লাস্টিকের ব্যাগের মধ্যে লুকানো আছে। আমি তোমাদের সবাইকে এই পৃথিবী থেকে মুছে ফেলব। একজনও বেঁচে থাকবে না।’ হুমকি চিঠিতে আরও লেখা হয়েছে, ‘তোমাদের প্রত্যেকের কষ্ট পাওয়াই প্রাপ্য। আমি সত্যিই আমার জীবনকে ঘৃণা করি। খবরটি প্রকাশের পর আমি আত্মহত্যা করব…। আমি কারও থেকে প্রকৃত কোনও সাহায্য পাইনি। কেউ আমার খেয়াল রাখেননি। না মনোরোগ বিশেষজ্ঞ, না  সাইকোলজিস্ট। আর ভবিষ্যতেও  কেউ কখনও আমার কথা ভাবনেন না।’

দিল্লি দমকল সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা পুলিসকে সঙ্গে নিয়ে প্রভাবিত স্কুলগুলিতে হাজির হয়। দিন কয়েক আগে দিল্লির অন্তত ১০টি স্কুল এবং একটি কলেজে হুমকি ইমেল এসেছিল। যার জেরে সেগুলি খালি করে দেওয়া হয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...