কালনা: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট অবস্থা থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবারও। আজ, মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, সোমবার রাত থেকেই ওই এলাকায় বৃষ্টিপাত হচ্ছিল। মঙ্গলবার সকালে মন্তেশ্বর থানার গাদ্দারপাড়ের ক্লাস সিক্সের পড়ুয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের দাবি, বাড়ির সামনেই বিদ্যুতের একটি তার ছিঁড়ে যাওয়াতে এই বিপত্তি বাঁধে।
স্থানীয় সূত্রে খবর, মেয়েটিকে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তার ভাই। তড়িঘড়ি সে বাবাকে খবর দিলে, তিনি এসে মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। তড়িঘড়ি দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, তবে তাতে কোনও লাভ হয়নি। চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন