কলকাতা: পোস্ট অফিসে জমা টাকা তুলতে গেলে এবার গ্রাহক তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি জমা করার সুযোগ পাবেন। ইলেকট্রনিক ক্লিয়ারেন্স সার্ভিস বা ইসিএস পরিষেবার মাধ্যমে ওই সুবিধা দেওয়া হবে। সেইমতো সফটওয়্যারের পরিবর্তন করেছে ডাকবিভাগ। তারা জানিয়েছে, এতদিন টাকা তোলার ক্ষেত্রে তিনটি পদ্ধতি চালু ছিল। সেগুলি হল নগদ টাকা তোলা (নির্দিষ্ট সীমা পর্যন্ত), পোস্ট
অফিস সেভিংস অ্যাকাউন্টে সরাসরি জমা করা এবং ‘পোস্টমাস্টার চেকবুক’-এর মাধ্যমে টাকা নেওয়া এবং সেই চেক অন্যত্র জমা করা। এরই সঙ্গে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করার পথও খুলল। ডাকবিভাগের দাবি, এতে গ্রাহকের সময় বাঁচবে এবং জটিলতা ছাড়াই অতিদ্রুত নগদ আদানপ্রদান সম্ভব হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন