কলকাতা: ‘১০০ দিনের কাজের টাকা আটকে রেখে বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করেছে কেন্দ্রের মোদি সরকার। ওরা কার্যত জমিদারি প্রথা চালাতে চায়।’ এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের প্রকল্পে প্রাপ্য আদায়ের দাবিতে দিল্লিতে অভিযান করেছিলেন অভিষেক। তারপর কলকাতার রাজভবনের সামনে ধর্না কর্মসূচিও পালন করেন তিনি। সেই লড়াইয়ের কথা তুলে ধরে বুধবার অভিষেক জানান, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই বাংলাবিরোধী হয়ে ওঠে বিজেপি। এখানে হেরে গিয়ে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে প্রতিশোধ নিতে চেয়েছিল তারা। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘বাংলার মানুষের স্বার্থে জমিদার বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’
প্রসঙ্গত, কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে গিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। কেন্দ্র যখনই যে তথ্য চেয়েছে, তা ২৪ ঘন্টার মধ্যে দিল্লিকে পাঠিয়ে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। ১০০ দিনের কাজ আটকে রাখার জন্য মানুষকে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তা জানিয়েও কেন্দ্রকে চিঠি দিয়েছে পঞ্চায়েত দপ্তর। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘আজ পরিষ্কার হল, শুধুমাত্র আদালতের গুঁতোই কেন্দ্রকে ঠিক পথ দেখাতে পারে। রাজ্যের কথা শুনলে আগেই সমস্যা মিটে যেত।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন