
বারাকপুর: বহু বছর আগে খ্রিস্টান মিশনারি সংস্থার উদ্যোগে জগদ্দল বিধানসভার কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্যামনগরে ফিডার রোডের ধারে গড়ে উঠেছিল একটি হাসপাতাল। কাঁকিনাড়া, শ্যামনগর, জগদ্দল-সহ পার্শ্ববর্তী অঞ্চলের দরিদ্র মানুষজন এই হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা পেতেন। তবে সেই সবই আজ অতীত। খ্রিস্টান মিশনারি সংস্থা ছেড়ে দেওয়ার পর একাধিকবার হাত বদল হয়েছে। তবুও হাল ফেরেনি শ্যামনগর খ্রিস্টান হাসপাতালের। কয়েক বছর আগে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান নামে একটি সংস্থা ঘটা করে ফের হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালু করেছিল। কিন্তু অদৃশ্য কোনও কারণে সেই পরিষেবা মুখ থুবড়ে পড়ে।
স্থানীয়
বাসিন্দারা জানিয়েছেন, ছয় বছর ধরে বন্ধ এই হাসপাতাল। জঙ্গল আর আগাছায়
ঢেকেছে গোটা হাসপাতাল চত্বর। চেয়ার-টেবিল অব্যবহৃত হয়ে পড়ে আছে। তালা
ঝুলছে হাসপাতালের প্রবেশ পথে। স্থানীয় বাসিন্দারা চাইছেন, ফের চালু করা হোক
হাসপাতালটি। তাহলে কাঁকিনাড়া, জগদ্দল, শ্যামনগর-সহ পার্শ্ববর্তী অঞ্চলের
গরিব মানুষ কম পয়সায় চিকিৎসা পাবেন।
স্থানীয় বিজেপি নেতা কুন্দন সিংয়ের
অভিযোগ, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা বেহাল। সরকারি হাসপাতালগুলিতে ঠিকমতো
চিকিৎসা পরিষেবা মিলছে না। এদিকে, এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে তালা বন্ধ
হয়ে রয়েছে। কারও হেলদোল নেই। আর কাউগাছি- ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান
সমীর চক্রবর্তী বলেন, সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সোমনাথ শ্যাম চেষ্টা
করছেন কোনও সংস্থাকে দিয়ে হাসপাতালটি ফের চালু করার। অনেকে প্রস্তাবও
দিয়েছেন। আমাদের সাংসদও বিভিন্ন প্রস্তাব নিয়ে ভাবছেন। আমরাও চাইছি খুব
দ্রুত এখানে চিকিৎসা পরিষেবা শুরু হোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন