দেশের সুরক্ষায় কাজ করছে ১০ স্যাটেলাইট, পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে বার্তা ইসরো প্রধানের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

দেশের সুরক্ষায় কাজ করছে ১০ স্যাটেলাইট, পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে বার্তা ইসরো প্রধানের

দেশের সুরক্ষায় কাজ করছে ১০ স্যাটেলাইট, পাকিস্তানের সঙ্গে সংঘাতের  আবহে বার্তা ইসরো প্রধানের

ইম্ফল: ভারতবাসীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য মহাকাশ থেকে কাজ করে চলেছে ১০টি কৃত্রিম উপগ্রহ। পাকিস্তানের সঙ্গে চলতি উত্তেজনার আবহে একথা জানালেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান ডঃ ভি নারায়ণন। রবিবার মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ১০টি কৃত্রিম উপগ্রহের কৌশলগত উদ্দেশ্য দেশের সুরক্ষা নিশ্চিত করা। 


নারায়ণন বলেছেন, ‘এখনও পর্যন্ত ৩৪টি দেশের ৪৩৩টি কৃত্রিম উপগ্রহকে সফলভাবে কক্ষপথে পৌঁছে দিয়েছে ভারত। খুশির সঙ্গে জানাচ্ছি, আমাদের নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা ১০টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে কাজ করে চলেছে।’ তিনি আরও বলেন, ‘দেশের নিরাপত্তার জন্য কৃত্রিম উপগ্রহ ও ড্রোন প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ হাজার কিমির উপকূলের উপর নজর রাখতে হবে। একইসঙ্গে নজরদারি চালাতে হবে গোটা উত্তর ভাগ জুড়েই।’ 


ইতিমধ্যে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করেছে ভারত। সৌজন্যে চন্দ্রযান-৩। এবার ‘গগনযান’ অভিযানের মাধ্যমে মহাকাশে নভশ্চর পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। নিজের বার্তায় মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতির কাহিনি তুলে ধরেন ইসরো প্রধান। তিনি বলেন, ‘আজ আমরা বিভিন্ন ধরনের লঞ্চ ভেহিকল নির্মাণ করতে সক্ষম হয়েছি। ১৯৭৫ সালে প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরি করেছিলাম। তারপর থেকে ১৩১টি মডেল নির্মাণ করা হয়েছে। ১৯৪৭ সালে দেশবাসীর গড় আয়ু ছিল মাত্র ৩২ বছর। আজ সেটা বেড়ে হয়েছে ৭২ বছর। প্রত্যেক ক্ষেত্রেই আমরা উন্নতি করেছি।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...