উত্তরবঙ্গ: আইসিএসই’তে জলপাইগুড়ির সমীরণ, আইএসসি’তে কোচবিহারের অনুষ্কা সম্ভাব্য শীর্ষে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২ মে, ২০২৫

উত্তরবঙ্গ: আইসিএসই’তে জলপাইগুড়ির সমীরণ, আইএসসি’তে কোচবিহারের অনুষ্কা সম্ভাব্য শীর্ষে

 


জলপাইগুড়ি ও কোচবিহার: কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট আয়োজিত দশম (আইসিএসই) শ্রেণির পরীক্ষায় উত্তরবঙ্গে সম্ভব্য প্রথম সমীরণ পোদ্দার। ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়েছে সে। জলপাইগুড়ির সমীরণ শহর লাগোয়া পাহাড়পুর সেন্ট পলস স্কুলের ছাত্র। অন্যদিকে, দ্বাদশ (আইএসসি) শ্রেণির পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে উত্তরবঙ্গে শীর্ষে কোচবিহারের অনুষ্কা রায়। তিনি কোচবিহারের সেন্ট মেরিস হাইস্কুলের ছাত্রী। নজরকাড়া এমন ফলে গর্বিত দুই স্কুল।  দুর্দান্ত ফল করেছে শিলিগুড়ির ডনবস্কো স্কুলের দশমের ছাত্র ধ্রুব আগরওয়ালও (৯৯.২৫ শতাংশ)।


জলপাইগুড়ির মহন্তপাড়ার বাসিন্দা সমীরণের বাবা-মা দু’জনেই স্কুলে পড়ান। বেস্ট অব ফাইভের মধ্যে চারটিতেই ফুল মার্কস পেয়েছে সমীরণ। শুধুমাত্র ইংরেজিতে ১০০’র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৯৭। মোট ৫০০’র মধ্যে ৪৯৭ পেয়েছে সে। ইতিমধ্যেই জয়েন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে লক্ষ্য আইআইটিতে সুযোগ পাওয়া। না হলে ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে এগতে চায় সমীরণ।
অন্যদিকে, অনুষ্কা মোট ৪০০ নম্বরের মধ্যে ৩৯৯ পেয়েছেন। রাষ্টবিজ্ঞান, ইতিহাস, ফিজিক্যাল এডুকেশনে ১০০ করে এবং ইংরেজিতে ৯৯ পেয়েছেন। ইংরেজি অথবা ভূগোল নিয়ে পড়তে চান। ইউপিএসসি পরীক্ষায় বসতে চান। ভবিষ্যতে আমলা হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর। 


সমীরণের বাবা সুমন পোদ্দার মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বয়েজ হাইস্কুলের শিক্ষক। মা মানসী কুণ্ডু সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের শিক্ষিকা। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত তাঁরা। বুধবার বাবা-মায়ের সঙ্গে স্কুলে রেজাল্ট আনতে আসে সমীরণ। সহপাঠী সহ শিক্ষকদের শুভেচ্ছার জোয়ারে ভাসে সে। চলে মিষ্টিমুখও। সমীরণের সেই অর্থে কোনও গৃহশিক্ষক ছিল না। টিউশন পড়া পছন্দ নয় তার। বই খুঁটিয়ে পড়তে ভালোবাসে। সমীরণের কথায়, পড়তে গিয়ে কোথাও আটকে গেলে স্কুলের শিক্ষকরা সবসময় সাহায্য করেছেন। তাছাড়া বাবা-মা তো ছিলই। 


এদিন ফল ঘোষণা হতেই কোচবিহারের সেন্ট মেরিস হাইস্কুলে খুশির হাওয়া ছড়ায়। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল স্কুলে এসে অনুষ্কার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা তুলে দেন। অনুষ্কা বলেন, আইএএস হতে চাই। স্নাতকে ইংরেজি অথবা ভূগোল নিয়ে পড়ার ইচ্ছে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...