এবার দক্ষিণ ২৪ পরগনায় ১২ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হবে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Breaking

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২ মে, ২০২৫

এবার দক্ষিণ ২৪ পরগনায় ১২ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হবে

এবার দক্ষিণ ২৪ পরগনায় ১২ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হবে

 

দক্ষিণ ২৪ পরগনা:  গতবার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তাই এবার (২০২৫-২৬) দক্ষিণ ২৪ পরগনায় মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠনের টার্গেট কমানো হল। পঞ্চায়েত দপ্তরের তরফে জেলাকে এবার ১২ হাজার ৫১৬ টি দল গঠনের টার্গেট দেওয়া হয়েছে। আর সেটা পেতেই জেলা গ্রামোন্নয়ন বিভাগ কোন ব্লকে কত দল তৈরি করতে হবে সেটা জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, এবারে রাজ্যে এক লক্ষ এই স্বনির্ভর গোষ্ঠী গঠনের লক্ষ্যমাত্রা নিয়েছে পঞ্চায়েত দপ্তর। 

জানা গিয়েছে, ২০২৪-২৫ সালে এই জেলাকে ২০ হাজার ৫০০টি দল গঠনের টার্গেট দিয়েছিল পঞ্চায়েত দপ্তর। কিন্তু তার ধরে কাছে পৌঁছতে পারেনি জেলা প্রশাসন। কারণ একেই প্রায় বেশিরভাগ মহিলা কোনও না কোনও দলের সদস্য হয়ে গিয়েছেন। তাছাড়া ১০ জন না হলে একটি দল গঠন হবে না। ফলে একটি গ্রামে এই সংখ্যক মহিলা পেতেও সমস্যা দেখা দিয়েছিল। এবারেও যে টার্গেট দেওয়া হয়েছে তাতে কতগুলি

দল তৈরি করা সম্ভব হবে তা নিয়ে এখন থেকেই চিন্তায় বিভিন্ন ব্লক। আধিকারিকরা বলছেন, নতুন দলের ন্যূনতম সদস্য না হলে পুরানো দলেই তাঁদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। এতে অন্তত একজন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আসবে এবং সেই মতো সুযোগ সুবিধা পাবেন। বড় জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলার জন্য বড় টার্গেট দিয়েছে দপ্তর। 

জেলা সূত্রে জানা গিয়েছে, এবার দক্ষিণ ২৪ পরগনায় সব থেকে বেশি দল গঠনের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বারুইপুরকে (৬৭০)। কারণ এটি জেলার অন্যতম বড় ব্লক হিসেবে পরিচিত। এর পরই রয়েছে কুলপি (৬৬০)। বাসন্তী, ভাঙড় ১, কুলতলি, ক্যানিং ১, ২ সহ বেশ কয়েকটি ব্লককে ৫০০র বেশি করে দল গঠন করতে হবে। কীভাবে এবার এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে বিভিন্ন ব্লক প্রশাসন তাদের মতো করে পরিকল্পনা নেবে বলে জানা গিয়েছে। তবে এবারে সুন্দরবনের ব্লকগুলির ক্ষেত্রে দপ্তর থেকে পৃথক কর্মসূচি নেওয়া হতে পারে বলে খবর। এদিকে, দল গঠনের টার্গেট স্থির হলেও ক্রেডিট লিঙ্কেজ বা দলগুলির জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। জানা গিয়েছে, প্রতিবার স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির সঙ্গে আলোচনা করে লক্ষ্যমাত্রা ঠিক হয়। সেটা হতে আরও কিছুদিন লাগবে বলেই জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Loading...