
কলকাতা: বৃহস্পতিবার সন্ধের পর ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে কলকাতা ও শহরতলি। ব্যাপক বৃষ্টিপাত হয়েছে রাজ্যের অন্য জেলাগুলিতেও। এরইমধ্যে শুক্রবারও একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার বিকেলের পর কলকাতার একাধিক অংশে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৩ ডিগ্রির আশেপাশে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.৩ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০০২.৭ মিমি।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার প্রবল ঝড় ও বৃষ্টিতে কলকাতা ও শহরতলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে দু'জনের। জেলায় মৃত আরও এক। পর্নশ্রী থানা এলাকায় গাছ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। আবার বারাসত পুরসভার ইন্দিরা কলোনিতেও গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে বছর ৩৪-এর গোবিন্দ বৈরাগীর। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে মৃত্যু হয় অপর এক ব্যক্তির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন